দেব গোস্বামী, বোলপুর: রাজ্য সরকার, জেলা প্রশাসন ও বিশ্বভারতী কর্তৃপক্ষের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পৌষমেলার (Poush Mela) স্টল বুকিং শুরু। সোমবার বুকিংয়ের প্রথম দিনেই বিপুল সাড়া মিলেছে। প্রথম দিনে ছয়শোরও বেশি স্টল অনলাইনে বুকিং করেছেন হস্তশিল্পী ও ব্যবসায়ীরা। তবে অনলাইনে স্টল বণ্টনকে কেন্দ্র করে প্রথম দিনেই অভিযোগ সামনে এসেছেন একাংশ ব্যবসায়ীরা।
বিশ্বভারতী সূত্রে জানা যায়, ২০২৪ সালে যাঁরা পৌষমেলায় (Poush Mela) অংশগ্রহণ করেছিলেন, প্রাথমিকভাবে শুধুমাত্র প্রথম তিনদিন তাঁদের জন্যই স্টল বুকিংয়ের সুযোগ দেওয়া হয়েছে। চলতি বছর প্রায় দুই হাজার স্টল বুকিং হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই ধারণা বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্টের।
এদিন সকাল থেকেই হস্তশিল্পী ও ব্যবসায়ীরা নিজেদের মোবাইল ফোন কিংবা ইন্টারনেট ক্যাফের মাধ্যমে নাম, প্যান নম্বর ও মোবাইল নম্বর ব্যবহার করে অনলাইনে লগইন করে স্টল বুকিং করেন। বিশ্বভারতী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয়, প্রথম পর্যায়ে অনলাইন বুকিং প্রক্রিয়া আগামী ১৭ ডিসেম্বর সকাল ১১টা ২৯ মিনিট পর্যন্ত চালু থাকবে। এরপর পরবর্তী দু'দিন ২০২৪ সালের অংশগ্রহণকারী হস্তশিল্পী ও ব্যবসায়ীদের বাদ দিয়ে সর্বসাধারণের জন্য স্টল বুকিংয়ের সুযোগ দেওয়া হবে।
ইতিমধ্যেই পৌষমেলার ওয়েবসাইটের মাধ্যমে জেলার হস্তশিল্পীদের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত এবং দূর দূরান্তের ব্যবসায়ীরাও স্টল বুকিং করেছেন। তবে অনলাইনে স্টল বণ্টনকে কেন্দ্র করে প্রথম দিনেই অভিযোগ সামনে এসেছেন একাংশ ব্যবসায়ীরা। বোলপুরের ব্যবসায়ী রবি মুর্মু ও অনিতা সাউ বলেন, "২০২৪ সালেও আমাদের স্টল ছিল। কিন্তু এবছর অনলাইনে লগইন করেও নিজেদের নাম দেখতে পাচ্ছি না।" এ বিষয়ে বিশ্বভারতীর স্টল বণ্টন উপ-সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, আইআইটি খড়গপুরের সহায়তায় ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। স্টল বণ্টনে কোনও রকম অনিয়ম বা অভিযোগ রুখতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্ট কড়া পদক্ষেপ নিয়েছে। জেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে। স্টল বণ্টন সংক্রান্ত কোনও অভিযোগ এলেই তা খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি কর্তৃপক্ষের।
অন্যদিকে, হস্তশিল্পী সমিতির সম্পাদক আমিনুল হুদা বলেন, "অনলাইনে বুকিং ব্যবস্থায় কিছু কিছু টেকনিক্যাল সমস্যা রয়েছে। কেউ কেউ বুকিং করলেও ম্যাপে স্টল দেখতে পাচ্ছেন না। প্রথম দিন এত বড় পরিসরের কাজ শুরু হলে কিছু সমস্যা থাকতেই পারে। সমস্যা হলেই সমাধান করবেন কর্তৃপক্ষ।" তবে অনেক হস্তশিল্পী ও ব্যবসায়ী অনলাইন ব্যবস্থাপনার প্রশংসাও করেছেন। হস্তশিল্পী সুকান্ত ঘোষ ও প্রভাতী কর্মকার বলেন, "এ বছর অনলাইনে প্লট বুকিং ব্যবস্থা অত্যন্ত সহজ ও স্বচ্ছ। ২০২৪ সালের সঠিক কাগজপত্র থাকলে শুধু প্যান নম্বর যুক্ত করেই স্টল বুকিং করা যাচ্ছে।"
