shono
Advertisement
South 24 Parganas

বাদাম ভেবে বিষ ফল খাওয়ায় বিপত্তি! মন্দিরবাজারে অসুস্থ ১১ শিশু

কী জানাচ্ছে হাসপাতাল?
Published By: Tiyasha SarkarPosted: 02:12 PM Dec 16, 2025Updated: 05:44 PM Dec 16, 2025

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: বাদাম ভেবে বিষ ফল খেয়ে নেওয়ায় বিপত্তি! অসুস্থ ১১ শিশু। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) মন্দিরবাজারে। অসুস্থরা সকলেই ভর্তি ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে। সেখানে চিকিৎসা চলছে তাদের।

Advertisement

জানা গিয়েছে, অসুস্থ শিশুরা সকলেই দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) মন্দিরবাজারের বলদেবপুর এলাকার বাসিন্দারা। এদিক সকালে সকলে একসঙ্গে খেলাধুলো করছিল। সেই সময় রাস্তার পাশের গাছে বাদাম জাতীয় ফল দেখতে পায় তাঁরা। স্বাভাবিকভাবেই খুদেরা বুঝতে পারেনি ওই ফলেই লুকিয়ে বিপদ। বাদাম ভেবে বিষ ফল খেয়ে নেয় শিশুরা। কিছুক্ষণ পর থেকেই একে একে অসুস্থ হয়ে পড়ে সকলে। বমি, পেটব্যথা, শ্বাসকষ্ট-সহ নানারকম সমস্যা শুরু হয়। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা তাদের নিয়ে যায় মথুরাপুর গ্রামীণ হাসপাতালে।

প্রাথমিক চিকিৎসার পর পরিস্থিতি বেগতিক বুঝে শিশুদের রেফার করে হয় ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে। বর্তমানে অসুস্থরা সকলেই ভর্তি সেখানে। চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে খবর, বিষ ফল খেয়ে নেওয়ার কারণেই অসুস্থ হয়ে পড়েছে সকলে। শিশুরা আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই উৎকণ্ঠায় পরিবার। তবে সকলেই বিপন্মুক্ত বলেই হাসপাতাল সূত্রে খবর। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাদাম ভেবে বিষ ফল খেয়ে নেওয়ায় বিপত্তি! অসুস্থ ১১ শিশু।
  • অসুস্থরা সকলেই ভর্তি ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে। সেখানে চিকিৎসা চলছে তাদের।
  • অসুস্থরা সকলেই ভর্তি ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে। সেখানে চিকিৎসা চলছে তাদের।
Advertisement