shono
Advertisement

‘দুর্গাপুজো সময়ে হবে, প্রয়োজন হলে মহরম পিছিয়ে দিন’, বেফাঁস মন্তব্যে বিতর্কে যোগী

বিজেপি ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে বলেই দাবি বিরোধীদের৷ The post ‘দুর্গাপুজো সময়ে হবে, প্রয়োজন হলে মহরম পিছিয়ে দিন’, বেফাঁস মন্তব্যে বিতর্কে যোগী appeared first on Sangbad Pratidin.
Posted: 03:43 PM May 15, 2019Updated: 03:52 PM May 15, 2019

ব্রতদীপ ভট্টাচার্য, বারাসত: ভোটপ্রচারে এসে দুর্গাপুজো এবং মহরম নিয়ে মন্তব্য করে নয়া বিতর্কের জন্ম দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ তিনি জানান, তিথি অনুযায়ী দুর্গাপুজোর সময় পিছোনো যাবে না৷ তবে দরকার হলে মহরমের সময় পরিবর্তন করাই যায়৷ উত্তরপ্রদেশেই নাকি এইভাবে পুজো এবং মহরমের ক্ষেত্রে সামঞ্জস্য রেখেছিলেন যোগী৷

Advertisement

[ আরও পড়ুন: কে জিতছে পুরুলিয়ায়? লাখ টাকার বাজি বিজেপি-তৃণমূল সমর্থকের]

দুর্গাপুজোর বিসর্জনের তিথি এবং মহরমের তাজিয়া বেরনোর সময় একইসঙ্গে পড়ে গিয়েছিল৷ যাতে কোনও অশান্তির পরিস্থিতি তৈরি না হয় তাই বাংলার মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন মহরমের দিন শুধুমাত্র বনেদি বাড়ির প্রতিমা বিসর্জন হবে৷ তাও বিকেলের মধ্যে৷ এরপর রাস্তায় বেরোবে মহরমের তাজিয়া৷ তার ঠিক পরেরদিন বিসর্জন হবে বারোয়ারি পুজোর প্রতিমা৷ বুধবার সেই ইস্যুকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করার অভিযোগে সরব হলেন যোগী৷ তিনি বলেন, ‘‘দুর্গাপুজো এবং মহরম প্রায় একসঙ্গে পড়ে গিয়েছিল৷ উত্তরপ্রদেশ, বাংলাতেও তাই ছিল৷ উত্তরপ্রদেশে সবাই বলল কীভাবে পুজো হবে? যখন হওয়ার কথা তখনই পুজো হবে৷ প্রয়োজন হলে মহরমের তাজিয়া বেরনোর সময় বদলে দিন৷’’ বারবারই সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতির অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে৷ ওয়াকিবহাল মহলের দাবি, যোগীর এদিনের মন্তব্য যেন বিরোধীদের দাবিকেই সিলমোহর দিল৷

[ আরও পড়ুন: পালটেছে কুখ্যাত মগরাহাট, অন্ধকারের পথ ছেড়ে ডাকাতরা এখন শ্রমজীবী]

মঙ্গলবার অমিত শাহের মিছিলকে ঘিরে প্রায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় তিলোত্তমায়৷ ভাঙচুর করা হয় বিদ্যাসাগর কলেজের বিদ্যাসাগরের মূর্তি৷ ইতিমধ্যেই সেই ঘটনার দায় ঝেড়ে ফেলেছে বিজেপি৷ গোটা ঘটনার নেপথ্যে গেরুয়া শিবিরের কোনও যোগসাজশ নেই বলেই দাবি করেছেন খোদ অমিত শাহ৷ সপ্তম দফার নির্বাচনের আগে বারাসতের বিজেপি প্রার্থী মৃণালকান্তি দেবনাথের হয়ে ভোটপ্রচারে এসে এই ঘটনায় ফের ঘাসফুল শিবিরের উপরের দোষ চাপালেন যোগী আদিত্যনাথ৷ তিনি বলেন, ‘‘অমিত শাহের মিছিলে তৃণমূলের গুন্ডাবাহিনী হামলা চালিয়েছে৷ বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরও তারাই করছেন৷’’ বিজেপি ক্ষমতায় এলে তৃণমূলের গুন্ডারা জেলে যাবে বলেই হুঁশিয়ারি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর৷ এছাড়াও একাধিক ইস্যুতে এদিন তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন যোগী৷ বাংলার মুখ্যমন্ত্রী হতাশায় ভুগছেন বলেও তোপ দাগেন তিনি৷ মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষ এবং কৃষকদের কথা ভাবেন না বলেও কটাক্ষ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর৷ 

The post ‘দুর্গাপুজো সময়ে হবে, প্রয়োজন হলে মহরম পিছিয়ে দিন’, বেফাঁস মন্তব্যে বিতর্কে যোগী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement