বাবুল হক, মালদহ: জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় মালদহের গাজোল থানার আইসিকে 'ক্লোজড' করল জেলা পুলিশ। গাজোলের আইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছিল। জমি দখলের লড়াই নিয়ে গাজোলে মঙ্গলবার দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। সরকারি পুকুর দখলকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে গাজোল থানার আকালপুর এলাকায়। আহত হন সাতজন। বাড়ি ভাঙচুর ও বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে গাজোলে। কয়েকটি বাড়ির আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। দমকলের দু'টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। এই সংঘর্ষের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। বুধবার গাজোল থানার আইসি চন্দ্রশেখর ঘোষালকে পক্ষপাতিত্বের অভিযোগে অপসারিত করা হয়েছে। তাঁর বদলে নতুন আইসি দেবব্রত চক্রবর্তী।
জানা গিয়েছে, মঙ্গলবার গাজোলের আকালপুর এলাকায় সরকারি মাছ চাষের পুকুর দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। একাধিক বাড়িতে চলে ভাঙচুর। অগ্নিসংযোগ হয়ে পর পর কয়েকটি বাড়িতে। অশান্তির জেরে আহত হন দুপক্ষের বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রামে পৌঁছয় দমকল বাহিনী। গাজোলের শ্যামপুর গ্রামে দু'টি মাছের পুকুরের দখল নিয়ে বেশ কিছুদিন ধরে আকালপুর গ্রামের পরেশ সরকার, বিশ্বনাথ সরকারের সঙ্গে বিবাদ চলছিল শ্যামপুর গ্রামের লালচাঁদ প্রামাণিক, সুরজিৎ প্রামানিকদের। বিষয়টি আদালতের দোরগোড়ায় পৌঁছয়। সেখানে মীমাংসার আগেই অবশ্য নিজেদের মধ্যে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে বিবদমান দুপক্ষ। মঙ্গলবার তা ভয়াবহ আকার ধারণ করে। এই ঘটনায় গাজোল থানার আইসির ভূমিকায় প্রশ্ন ওঠে। সংঘর্ষ থামাতে তিনি নিষ্ক্রিয় ছিলেন বলে অভিযোগ। এর পরই জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে, এই সংঘর্ষের ঘটনার পর গাজোলের আইসি চন্দ্রশেখর ঘোষালকে 'ক্লোজড' করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এই পুকুর সরকারের। গ্রামের কোনও পরিবার এই পুকুরের মালিক নয়। তবুও এই পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে গ্রামেরই দুই পরিবার প্রামানিক ও সরকার পরিবারের মধ্যে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনার জেরেই গাজোল থানার আইসিকে ক্লোজ করা হল। গাজোল থানার নতুন আইসি হিসেবে দায়িত্ব নিলেন দেবব্রত চক্রবর্তী।