shono
Advertisement

সাতসকালে বায়রন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা, নজরে হাসপাতাল-কারখানা-গুদামও

কেন্দ্রীয় বাহিনী ঘিরেছে বিধায়কের বাড়ি, কারখানা, হাসপাতাল।
Posted: 08:57 AM Dec 20, 2023Updated: 09:32 AM Dec 20, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে সাগরদিঘির বিধায়কের বাড়িতে আয়কর হানা। বাইরন বিশ্বাসের বাড়ি, হাসপাতাল, গোডাউন-সহ বিভিন্ন ঠিকানায় পৌঁছে গিয়েছেন আধিকারিকরা। চলছে তল্লাশি। কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলেছে বিধায়কের বাড়ি, হাসপাতাল, গোডাউন।

Advertisement

বেশ কিছুদিন ধরে আয়কর দপ্তরের নজরে ছিলেন সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস। বুধবার সাতসকালে মুর্শিদাবাদে পৌঁছন আয়কর দপ্তরের আধিকারিকরা। প্রথমেই যান বিধায়কের বাড়িতে। এর পর একে একে টিম পৌঁছে যায় বিধায়কের বিড়ি কারখানা, হাসপাতাল, গুদাম-সহ বিভিন্ন জায়গায়। কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলে এলাকা। শুরু হয় তল্লাশি। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও এখনও তল্লাশি চলছে বলেই খবর।

[আরও পড়ুন: ‘ডিগ্রি পেতে হলে কিছু তো দিতে হবে’, PhD গাইডের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ গবেষকের]

প্রসঙ্গত, মুর্শিদাবাদের বিখ্যাত বিড়ি শিল্পপতি বাবর আলির বড় ছেলে বায়রন বিশ্বাস। বাবর আলি একসময় সিপিএম করতেন। পরে যদিও রাজনীতি থেকে সরে আসেন। মন দেন ব্যবসায়। হয়ে ওঠেন বিড়ি শিল্পপতি। এরপর চায়ের ব্যবসা শুরু করেন। ইংরাজি মাধ্যম স্কুল এবং বেসরকারি হাসপাতাল খোলেন। ছেলে বায়রন বাবার ব্যবসার দায়িত্ব নেন। সাগরদিঘির মোড়গ্রামে খাদ্য প্রক্রিয়াকরণ ব্যবসা খুলতে চলেছেন বায়রন। ২০২১ সাল থেকে রাজনীতির সঙ্গে যুক্ত বায়রন। গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়ে জয় পেয়েছেন তিনি। তবে পরবর্তীতে যোগ দিয়েছেন তৃণমূলে।

[আরও পড়ুন: একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ, হাওড়ায় পুড়ে ছাই শতাধিক পরিবারের মাথাগোঁজার ঠাঁই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার