shono
Advertisement

ফল ঘোষণার দিন থেকে নিখোঁজ, অবশেষে বাড়ি ফিরলেন পঞ্চায়েতে জয়ী বিজেপি প্রার্থী

শাসকদলের বিরুদ্ধে অপহরণের অভিযোগ৷ The post ফল ঘোষণার দিন থেকে নিখোঁজ, অবশেষে বাড়ি ফিরলেন পঞ্চায়েতে জয়ী বিজেপি প্রার্থী appeared first on Sangbad Pratidin.
Posted: 01:09 PM May 20, 2018Updated: 01:24 PM May 20, 2018

অরূপ বসাক, মালবাজার: পঞ্চায়েত ভোট জিতেছেন৷ কিন্তু, ফল ঘোষণার পর আচমকাই এক বিজেপি প্রার্থী নিখোঁজ হয়ে গিয়েছিলেন বলে অভিযোগ৷ অবশেষে বাড়ি ফিরলেন তিনি৷ বিজেপির অভিযোগ, পঞ্চায়েত ভোটে ফল ঘোষণার পর তাদের প্রার্থীকে অপহরণ করেন শাসকদলের কর্মী-সমর্থকরা৷ দু’দিন ধরে আটকে রেখে শাসকদলে যোগ দেওয়ার জন্য হুমকি দেওয়া হয়৷ বাড়ি ফিরলেও এখনও আতঙ্ক কাটেনি ওই বিজেপি প্রার্থীর৷ অপহরণের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল৷ বরং ওই বিজেপি প্রার্থী নিজেই লিখিতভাবে শাসকদলে দলে যোগ দিতে চেয়েছেন বলে দাবি করেছে তারা৷ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মালবাজারে৷

Advertisement

[গণনায় কারচুপির অভিযোগ, প্রশাসনিক ভবন ঘেরাওয়ের ডাক বিজেপির]

ওই বিজেপি প্রার্থীর নাম মানোবেশ রায়৷ মালবাজার মহকুমার রাজাডাঙা গ্রাম পঞ্চায়েতে প্রার্থী হয়েছিলেন তিনি৷ বৃহস্পতিবার ফল ঘোষণার পর জানা যায়, জিতে গিয়েছেন মানোবেশ৷ বিজেপির অভিযোগ, ফল ঘোষণার পরই উধাও হয়ে গিয়েছিলেন বছর বাইশের ওই যুবক৷ তাঁর মোবাইল সুইচড অফ ছিল৷ বিজয়ী প্রার্থীর সঙ্গে কোনওভাবে যোগাযোগ করতে পারছিলেন না বিজেপি স্থানীয় নেতারা৷ উৎকণ্ঠায় ছিলেন পরিবারের লোকেরা৷ অবশেষে শনিবার বিকেলে নিজে থেকে বাড়ি ফিরলেন সদ্য নির্বাচিত পঞ্চায়েত সদস্য মানোবেশ রায়৷ পরিবারের দাবি, বাড়ি ফিরে মনমরা হয়ে রয়েছেন তিনি৷ বাড়ির লোকেদের সঙ্গে ঠিকভাবে কথাও বলছেন না৷ জয়ী বিজেপি প্রার্থী মানোবেশ রায়ের বক্তব্য, তিনি আ্ত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন৷

[বাম-কংগ্রেস জোটের ছাপও পড়ল না গ্রামীণ হাওড়ায়, জয় তৃণমূলেরই]

স্থানীয় বিজেপি নেতা স্বপন কর অবশ্য দাবি, দলের প্রার্থীকে অপহরণ করেছিলেন শাসকদলের নেতা কর্মীরা৷ মানোবেশ রায়কে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি শহরে৷ দু’দিন আটকে রেখে শাসকদলের যোগ দেওয়ার জন্য হুমকিও দেওয়া হয়৷ বছর বাইশের ওই তরুণ এতটাই আতঙ্কে ভুগছেন, যে সেকথা স্বীকার করতে চাইছেন না৷ যদিও বিজেপি প্রার্থীদের অপহরণের অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেত্রী আনিমা খাতুন৷ তাঁর দাবি, জলপাইগুড়িতে গিয়ে মানোবেশ রায় নিজেই লিখিতভাবে শাসকদলের যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন৷ তবে এখনই তাঁকে দলে নেওয়া হবে না জানিয়ে দেওয়া হয়েছে৷ মালবাজারের রাজাডাঙা পঞ্চায়েতে ক্ষমতা দখল করেছে তৃণমূল৷ একটি আসনে জিতেছে বিজেপি৷

[তৃণমূলকে ভোট না দেওয়ায় মহিলাকে ৩০০ বার ‘ওঠবোসে’র শাস্তির অভিযোগ]

The post ফল ঘোষণার দিন থেকে নিখোঁজ, অবশেষে বাড়ি ফিরলেন পঞ্চায়েতে জয়ী বিজেপি প্রার্থী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement