নিজস্ব সংবাদদাতা, হুগলি: ফেসবুকে তরুণী ও মহিলাদের আপত্তিকর ছবি পোস্ট করায় গ্রেপ্তার করা হল মূল অভিযুক্তকে। এই ঘটনায় বাপি চৌধুরি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে শ্রীরামপুর পুলিশ। ফেসবুকে তার কীর্তিকলাপ জানাজানি হতেই বাপি শ্রীরামপুর ছেড়ে পালাচ্ছিল। তখনই দিল্লি রোড থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মোবাইলের টাওয়ার লোকেশন দেখে তাকে গ্রেপ্তার করা হয়।
[গুরুংয়ের ডেরায় অস্ত্র ভাণ্ডারের খোঁজ, চাপানউতোর]
মিলি ঘোষ নামে এক মহিলার নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে বাপি। ওই অ্যাকাউন্ট থেকেই বিভিন্ন তরুণীর আপত্তিকর ছবি পোস্ট শুরু হয়। বৃহস্পতিবার শ্রীরামপুর আদালতে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, বাপি কেবল অপারেটরের কাজ করে। গত দিন পনেরো ধরেই ফেসবুকে তরুণী ও মহিলাদের নানারকম আপত্তিকর ছবি পোস্ট করছিল। পুলিশের অনুমান, মিলি ঘোষ নামে ওই মহিলা বাপির পূর্বপরিচিত। সম্প্রতি ওই মহিলার সঙ্গেই সম্পর্কে অবনতি হতে থাকে বাপির। সেই আক্রোশ থেকেই প্রথমে ওই মহিলার নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলে বাপি। তার পর আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট করে সে। যাতে ওই মহিলা ফেঁসে যায়। শ্রীরামপুর এলাকার তরুণী ও মহিলাদের সন্দেহের তির যাতে গিয়ে মিলির উপরই পড়ে, সেই উদ্দেশেই এই কুকীর্তির ছক কষে বাপি। কিন্তু শেষরক্ষা হল কই? আপাতত শ্রীঘরেই যেতে হচ্ছে বাপিকে।
[মহিলাদের আপত্তিকর ছবি পোস্ট হচ্ছে ফেসবুকে, আতঙ্ক শ্রীরামপুরে]
The post শ্রীরামপুরে মহিলাদের অশ্লীল ছবি ফেসবুকে, পুলিশের জালে মূল অভিযুক্ত appeared first on Sangbad Pratidin.
