shono
Advertisement
Kalyan Banerjee

আর জি কর ইস্যু: চাপে পড়ে সন্দীপ-অভিজিৎকে গ্রেপ্তার! আন্দোলনকারীদের নিশানা কল্যাণের

প্রমাণ না থাকা সত্ত্বেও কেন এতদিন আটকে রাখা হল, সেই প্রশ্ন তুলে সিবিআইকে ভর্ৎসনা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
Published By: Tiyasha SarkarPosted: 08:16 PM Dec 15, 2024Updated: 08:16 PM Dec 15, 2024

সুমন করাতি, হুগলি: আর জি কর ধর্ষণ ও খুন কাণ্ডে জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল। তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে সবমহল। এই পরিস্থিতিতে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, আর জি করের প্রাক্তন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে কোনও প্রমাণই পায়নি সিবিআই। স্রেফ আন্দোলনের চাপে তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল। প্রমাণ না থাকা সত্ত্বেও কেন এতদিন আটকে রাখা হল, সেই প্রশ্ন তুলে সিবিআইকে ভর্ৎসনা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

৯ আগস্ট থেকে আর জি কর ইস্যুতে তোলপাড় বাংলা। পরবর্তীতে ধর্ষণ ও খুনের মামলায় গ্রেপ্তার করা হয় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। তথ্য আড়ালের অভিযোগে গ্রেপ্তার করা হয় টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। গত শুক্রবার জামিন পেয়েছেন দুজনই। জানা গিয়েছে, সিবিআই চার্জশিট দিতে না পারায় তাঁদের জামিন দেয় আদালত। এ নিয়ে তোলপাড়ের মাঝেই রবিবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, "সিবিআই যখন সন্দীপ ঘোষ আর ওসিকে গ্রেপ্তার করল তখন তাদের বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিল। সুপ্রিম কোর্টে গিয়েও সে কথা বলেছিল। কিন্তু ৯০ দিনের মধ্যে কোনও প্রমাণ দেখাতে পারেনি।"

এর পরই তিনি বলেন, বোঝাই যাচ্ছে সিবিআই সাক্ষ্য-প্রমাণ ছাড়াই গ্রেপ্তার করেছিল। যারা আন্দোলন করেছিল তাঁদের চাপেই এই গ্রেপ্তারি। সিবিআই যদি সত্যি সত্যি ওদের বিরুদ্ধে চার্জশিট না দিতে পারে তাহলে ৯০ দিনের আটকে রাখাটা বেআইনি হয়ে গেল। এটা কাদের জন্য হলো? কেন হলো? কল্যাণের কথায়, "এটাতেই বোঝা যাচ্ছে থ্রেট কালচার কারা করছে। আন্দোলনের নামে থ্রেট চলছে। আন্দোলন করে কিছু হয় না। যারা পথে নেমেছেন তাদের বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা তথ্য প্রমাণগুলো সিবিআইয়ের হাতে দিয়ে দিন।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আর জি কর ধর্ষণ ও খুন কাণ্ডে জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল। তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে সবমহল।
  • এই পরিস্থিতিতে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, আর জি করের প্রাক্তন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে কোনও প্রমাণই পায়নি সিবিআই। স্রেফ আন্দোলনের চাপে তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল।
  • প্রমাণ না থাকা সত্ত্বেও কেন এতদিন আটকে রাখা হল, সেই প্রশ্ন তুলে সিবিআইকে ভর্ৎসনা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
Advertisement