সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর রাখঢাক নয়! এবার কার্যত সরাসরি বিজেপিকে ভোট দেওয়ার জন্য সওয়াল করলেন বেলডাঙা ভারত সেবাশ্রমের সন্ন্যাসী কার্তিক মহারাজ। তিনি বলেন, "যে দল হিন্দুদের কথা বলবে তাদেরই সর্মথন করব।" পাশাপাশি, রাজ্যে পরিবর্তনের কথা বলেছেন তিনি। সরকারের বিরোধিতা করে তাঁকে বলতে শোনা যায়, "রাজ্যের শিক্ষা ও খাদ্যমন্ত্রক জেলে, রাজ্যে পরিবর্তন দরকার।"

'২৪ সালের লোকসভা নির্বাচনের সময় বিতর্কে জড়িয়ে পড়েন কার্তিক মহারাজ। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা মহারাজের উদ্দেশ্যে বলেন, "এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে বিজেপির প্রচার করেন? আমি বলছি, আপনি করুন। কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে করুন। ধর্মের নামে কেন, লুকিয়ে লুকিয়ে কেন?" সেই মন্তব্যে বির্তকের ঝড় উঠেছিল। কিন্তু সেই দিন মুখ্যমন্ত্রী ঠিকই বলেছিলেন। তা মহারাজের সম্প্রতি মন্তব্যে একপ্রকার পরিষ্কার।
এক সংবাদমাধ্যমে কার্তিক মহারাজ দাবি করেন, হিন্দুরা আক্রান্ত। যারা হিন্দু ধর্মকে রক্ষা করবে, তাদের কথা বলবে সেই দলকেই তাঁরা ভোট দেবেন। তিনি বলেন, "বাঙালিদের ভাবার সময় এসেছে। যে দল দেশের কথা, হিন্দুর কথা বলবে তাদেরই সর্মথন করব।" পাশাপাশি বাংলার পরিবর্তন দরকার বলে দাবি করেছেন তিনি। মহারাজের বক্তব্য, "শিক্ষা ও খাদ্যদপ্তর জেলে। শিক্ষা ব্যবস্থার হাল খারাপ।" ওয়াকিবহলে মত, বিজেপির ধর্মীয় মেরুকরণের খেলায় তিনিও শরিক হয়ে উঠলেন।
এই মন্তব্যে তিনি যে বিজেপির 'তাবেদারি' করছেন সেই অভিযোগ তুলে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেন, "আমি ওঁকে সরাসরি সাধুর বেশ ছেড়ে বিজেপিতে চলে যান। এখন বিজেপির রাজ্য সভাপতি বাছা নিয়ে টানাপড়েন চলছে। এত ঝামেলা না করে সাধুর বেশ ছেড়ে উনি পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি হয়ে সম্মুখ-সমরে লড়াই করুক।"