সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডুয়ার্সের একাধিক জায়গায় শুটিং করে দিন দুয়েক আগেই 'আশিকি ৩' টিম নিয়ে সদলবলে গ্যাংটক পৌঁছেছেন কার্তিক-শ্রীলীলা। অনুরাগ বসুর শুটিংয়ের জন্য জমে উঠেছে সেই শৈল শহর। কখনও এমজি মার্গ, কখনও সোমগো লেক সিকিমের ইতি-উতি বিভিন্ন লোকেশনে শুটিং হচ্ছে। এবার সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের আমন্ত্রণে কার্তিক-শ্রীলীলাকে নিয়ে তাঁর মিন্টোকগ্যাংয়ের বাড়িতে পৌঁছে গেলেন অনুরাগ বসু।
বলিউড তারকাদের আপ্যায়ণে কোনওরকম খামতি রাখেননি প্রেম তামাং। সাদা উত্তরীয়,পরিয়ে বাড়িতে স্বাগত জানিয়েছেন। যা কিনা সিকিমের সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ বাহক। বিশেষ উপহার হিসেবে অনুরাগ বসু, কার্তিক আরিয়ান এবং শ্রীলীলার হাতে তুলে দিয়েছেন গৌতম বুদ্ধের মূর্তি। সিকিমি খানাপিনায় ভোজ আড্ডা জমেছিল বলেও জানা গেল। শেষপাতে সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে হাসিমুখে একফ্রেমে ধরা দিয়েছেন সকলে। সেখানেই উত্তরীয়তে মোড়া বুদ্ধমূর্তি দেখা গেল 'দুই আশিকি'র হাতে। এদিকে বলিউডের পর্দায় সিকিমের বিভিন্ন লোকেশন ফুটে উঠলে সংশ্লিষ্ট রাজ্যের পর্যটন শিল্প যে আরও চাঙ্গা হবে, তা বলাই বাহুল্য। আর সেই প্রেক্ষিতেই 'ক্যাপ্টেন অফ দ্য শিপ' অনুরাগকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন তামাং। বলিউডের অতিথিদের সঙ্গে দেখা করে তিনি যে মুগ্ধ, সেকথাও উল্লেখ করতে ভুললেন না সিকিমের মুখ্যমন্ত্রী।
পবনের টুইটে লেখা, 'আমার সরকারি বাসভবন মিন্টোকগ্যাংয়ে বলিউড পরিচালক শ্রী অনুরাগ বসু এবং খ্যাতনামা অভিনেতা কার্তিক আরিয়ান এবং শ্রীলীলার সঙ্গে দেখা করে খুব খুশি হলাম। ওঁরা গত এক সপ্তাহ ধরে রাজ্যে রয়েছেন। এমজি মার্গ এবং সোমগো লেকের মতো জনপ্রিয় সব লোকেশনে তাদের আসন্ন ছবির শুটিং করছেন। ওঁদের কাজের মাধ্যমে আমাদের রাজ্যের অত্যাশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি এবং অনন্য স্থাপত্য সুন্দরভাবে ফুটে উঠবে। ওঁদের সকলের জন্য শুভেচ্ছা রইল।'
সম্প্রতি গ্যাংটকে কার্তিক আরিয়ানের শুটিংয়ের এক দৃশ্য সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় বেশ শোরগোল শুরু হয়েছিল। যেখানে দেখা গিয়েছে, মঞ্চে গান গাওয়ার মাঝে আচমকাই গিটার দিয়ে এক ভক্তকে বেধড়ক মার মারেন অভিনেতা। কার্তিকের এহেন কীর্তিতে শোরগোল পড়ে যায় স্বাভাবিকভাবেই। পড়ে জানা গেল, চিত্রনাট্য অনুযায়ী এটা নাকি শুটিংয়েরই এক অংশ। এদিকে সিকিমে শুটিংয়ের মাঝে আধ-আধভাবে নেপালি ভাষাতেও কার্তিক, অনুরাগের কথা বলার ভিডিও ভাইরাল হয়েছে।