shono
Advertisement

আগামী দু’দিনও বৃষ্টির সম্ভাবনা রাজ্যে

সরস্বতী পুজোর আগে এমন আবহাওয়ায় চিন্তিত পড়ুয়ারাও৷ The post আগামী দু’দিনও বৃষ্টির সম্ভাবনা রাজ্যে appeared first on Sangbad Pratidin.
Posted: 03:07 PM Jan 27, 2017Updated: 09:37 AM Jan 27, 2017

স্টাফ রিপোর্টার: সকাল থেকে মাঘের আকাশে মনখারাপের বৃষ্টি৷

Advertisement

উত্তরবঙ্গ ও বাংলাদেশে তৈরি হওয়া জোড়া ঘূর্ণাবর্তের জেরে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ ও গুমোট হাওয়া৷ সেই সঙ্গে আবার হালকা বিক্ষিপ্ত বৃষ্টি৷ জেলার দু’একটি এলাকায় এক পশলা ভারি বৃষ্টিও হল শুক্রবার সকালে৷ তবে কলকাতায় সামান্য বৃষ্টি হয়েই রোদের দেখা মিলেছে৷ আগামী ৪৮ ঘণ্টা এমনই অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে৷

(সরকারি হাসপাতাল থেকে শিশুচুরি, ৪৮ ঘণ্টার মধ্যে পাকড়াও চোর)

কাঁপিয়ে দেওয়া ঠান্ডার পরেই এমন গুমোট-গরমে জ্বর-বমি এবং পেট খারাপের মতো অসুস্থতা ঘরে ঘরে শুরু হয়েছে৷ বিশেষ করে শিশুদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় অসুস্থতা বেশি দেখা যাচ্ছে৷ আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী পাঁচ দিন তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই৷ আবহবিদরা জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় আকাশ পরিষ্কার হলেও সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে৷ সর্বনিম্ন তাপমাত্রা থাকাবে ১৬ থেকে ১৭ ডিগ্রির মধ্যে৷ ঘূর্ণাবর্তের ফলে বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণও বেড়েছে৷ সে কারণেই এই গুমোট আবহাওয়া তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷

(শিশু বিক্রি রুখে দিলেন গ্রামবাসীরা)

সরস্বতী পুজোর আগে এমন আবহাওয়ায় চিন্তিত পড়ুয়ারাও৷ চিকিৎসকরা জানাচ্ছেন, অসময়ের এই বৃষ্টিতে ভিজলে জ্বর অথবা সর্দি-কাশি হওয়ার সম্ভাবনা আছে৷ তাপমাত্রা বেশি থাকলেও গরম-জামা ছাড়া বের হতে নিষেধ করছেন তাঁরা৷ এদিকে এই অকাল বৃষ্টির কারণে এদিন সকাল থেকে কপালে ভাঁজ কলকাতা বইমেলা কর্তৃপক্ষের৷

(মুম্বইয়ের ফ্ল্যাটে রহস্যমৃত্যু বাঙালি জাতীয় সাঁতারুর)

The post আগামী দু’দিনও বৃষ্টির সম্ভাবনা রাজ্যে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement