সরস্বতী পুজোর বিসর্জন ঘিরে দুই ক্লাবের সদস্যদের মধ্যে অশান্তি! আর সেই ঘটনাই পরে কার্যত রণক্ষেত্রের আকার নিল। চলল ব্যাপক ইটবৃষ্টি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতেও হল! রবিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগরে। অশান্তির কারণে প্রথমে বিসর্জন বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ফের প্রতিমা বিসর্জন হয়।
কৃষ্ণনগরে এর আগে কালীপুজো, জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের শোভাযাত্রায় অশান্তি, ছড়িয়েছিল। পুলিশ সেই বিবাদ দ্রুত শান্ত করেছিল। এদিকে ওই ঘটনা নিয়ে ছড়িয়েছিল রাজনৈতিক চাপানউতোড়। এবার সরস্বতী পুজোর বিসর্জনেও একইভাবে অশান্তি ছড়াল! কোতোয়ালি থানা এলাকায় ধুমধাম করেই হয় সরস্বতী পুজো। এবারও পুজোর জাঁকজমক ছিল। রবিবার ছিল ওই এলাকার বিসর্জনপর্ব।
সন্ধ্যা থেকে শুরু হয় বিসর্জন পর্ব। শতাধিক ক্লাব ও বারোয়ারি তাদের প্রতিমার বিসর্জনের শোভাযাত্রা বার করেছিল। প্রথমে সব কিছু ঠিক থাকলেও পরে শুরু হয় বিবাদ। গভীর রাতে দুই ক্লাবের মধ্যে শুরু হয় অশান্তি। অভিযোগ, কোতোয়ালি থানার সামনেই ষষ্ঠীতলা বারোয়ারি ও গেট রোড বারোয়ারির সদস্যদের মধ্যে বিবাদ দেখা যায়! দু'পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি, কথা কাটাকাটি চলতে থাকে! দুই ক্লাবের সদস্যদের মধ্যে শুরু হয় ইটবৃষ্টি। পরিস্থিতি এমন হয় যে, ক্লাবের সদস্যরা রাস্তায় প্রতিমা রেখেই পালিয়ে যায়!
ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন রাস্তায় প্রতিমা দেখতে অপেক্ষা করা সাধারণ মানুষজন। ভয়ে তারাও ছোটাছুটি শুরু করেন বলে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। পরিস্থিতি আয়ত্তে আনতে মৃদু লাঠিচার্জও করতে হয়েছিল বলে খবর। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিসর্জন প্রক্রিয়াও ফের শুরু হয়। অশান্তি পাকানোর অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয় বলে পুলিশ সূত্রে খবর।
