shono
Advertisement
Lok Sabha Election 2024

শিরোনামে সেই কোচবিহারই! তৃণমূল-বিজেপির সংঘর্ষে রক্তারক্তি

কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। কোথাও তৃণমূলের ব্লক সভাপতি আক্রান্ত হলেন তো কোথাও মাথা ফাটল বিজেপির বুথ সভাপতির। শুক্রবার সকাল নটার মধ্যে নির্বাচন কমিশনে বহু অভিযোগ দায়ের করেছে তৃণমূল। যার মধ্যে অধিকাংশই কোচবিহার সংক্রান্ত।
Posted: 09:33 AM Apr 19, 2024Updated: 12:56 PM Apr 19, 2024

বিক্রম রায়, কোচবিহার: যত কাণ্ড কোচবিহারে! নির্বাচনের প্রথম দফায় সকাল থেকেই শিরোনামে নিশীথ-উদয়নের কোচবিহার। কোথাও তৃণমূলের ব্লক সভাপতি আক্রান্ত হলেন তো কোথাও মাথা ফাটল বিজেপির বুথ সভাপতির। কোথাও আবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে তো কোথাও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। এ প্রসঙ্গে বলে রাখা দরকার, শুক্রবার সকাল নটার মধ্যে নির্বাচন কমিশনে বহু অভিযোগ দায়ের করেছে তৃণমূল। যার মধ্যে অধিকাংশই কোচবিহার সংক্রান্ত।

Advertisement

শুরুটা হয় ভোটের (Lok Sabha Election 2024) আগের দিন রাতে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের বিভিন্ন প্রান্ত। দিনহাটায় হাঁসুয়ার কোপে জখম তৃণমূল কর্মী। তুফানগঞ্জে আবার বিজেপি কর্মী আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এই পরিস্থিতি বিজেপি এবং শাসক শিবিরের মধ্যে চলছে অভিযোগ ও পালটা অভিযোগের পালা। সেই ট্রেন্ড চলছে ভোটের সকালেও। এদিন সকালে প্রথম খবর আসে কোচবিহারের মাথাভাঙা থেকে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধে। সূত্রের খবর, অসুস্থ হয়ে পড়েছিলেন ভোটের ডিউটিতে থাকা জওয়ান নীলেশ কুমার মিলু। বাইশগুড়ি হাই স্কুলে মোতায়েন ছিলেন ওই কর্মী। তাঁর নাকমুখ দিয়ে রক্ত বের হতে থাকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

[আরও পড়ুন: প্রথম দফা ভোটের LIVE UPDATE: নটা পর্যন্ত বাংলায় ভোটদানের হার ১৫ শতাংশ, দেশের মধ্যে সর্বোচ্চ]

এর পর কোচবিহার জেনকিন্স স্কুলের বুথে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, নির্বাচনী বিধিভঙ্গ করে বুথের ১০০ মিটারের মধ্যে মুখ্যমন্ত্রীর ছবি ও তৃণমূলের পতাকা লাগানো ছিল। দ্রুত প্রিসাইডিং অফিসারের কাছে অভিযোগ জানায় বিজেপি। অভিযোগের পর ছবি-পতাকা দ্রুত সরায় তৃণমূল। আবার তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের বরকোদালি গ্রামে তৃণমূলের অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। তুফানগঞ্জে আগ্নেয়াস্ত্র নিয়ে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। অন্যদিকে তুফানগঞ্জ ২ ব্লকের বক্সিরহাট এলাকায় বিজেপির অস্থায়ী কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে রাজ্যের শাসকদল। চান্দামারিতে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ ওঠে। ফাটল মাথা। অভিযোগের তির তৃণমূলের দিকে। 

তবে অশান্তি দানা বেঁধেছে কোচবিহার দক্ষিণ বিধানসভার চান্দামারিতে। সংঘর্ষে জড়ায় তৃণমূল-বিজেপি। জখম হয়েছেন একাধিক। আবার ভেটাগুড়িতে বাড়ির কাছেই আক্রান্ত তৃণমূলের ব্লক সভাপতি অনন্ত বর্মণ। দিনহাটার ১ নম্বর ব্লকের তৃণমূলের ১-এ ব্লক সভাপতিকে মারধরের অভিযোগ। হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূল কর্মীকে দেখতে যাচ্ছেন উদয়ন গুহ। তাঁর অভিযোগ,"সন্ত্রাস করে ভোট দখল করতেই আমাকে এলাকাবন্দি করার চেষ্টা করা হয়েছিল। পুলিশকে নিষ্ক্রিয় করা রাখা হয়েছে।"

[আরও পড়ুন: রুশ মিসাইল হামলায় ইউক্রেনে মৃত অন্তত ১৭! নিজেদের দুর্বলতা মানলেন জেলেনস্কি]

প্রসঙ্গত, এই কোচবিহার সামলানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল কমিশনের কাছে। তিন লোকসভা কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন হয়েছিল এই কেন্দ্রেই। তার পরেও কি কোচবিহারের কঠিন পরীক্ষায় সফল হল কমিশন, তা বোঝা যাবে আজ সন্ধেয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement