shono
Advertisement
Lok Sabha Election 2024

ভোটের শেষলগ্নে রক্ত ঝরল মালদহে, মাথা ফাটল মহিলা পুলিশের

পরিস্থিতি সামাল দিতে নামে বিশাল পুলিশ বাহিনী।
Published By: Paramita PaulPosted: 11:12 AM May 08, 2024Updated: 01:50 PM May 08, 2024

বাবুল হক, মালদহ: তৃতীয়দফা ভোটের একেবারে শেষলগ্নে রক্ত ঝরল মালদহে। আক্রান্ত পুলিশ কর্মী। ফেটেছে মাথা। অভিযোগ, ভোট বয়কটের পরও প্রশাসন জোর করে দুই আইসিডিএস কর্মীকে ভোট দিতে বাধ্য করেছে। এর প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে নামে বিশাল পুলিশ বাহিনী। তখনই ধস্তাধস্তিতে পুলিশ কর্মীর মাথা ফাটে বলে অভিযোগ। তবে রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

Advertisement

মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত হবিবপুর বিধানসভা এলাকার মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের বুথ নম্বর ১২২। মোট ভোটার ১৩৮১ জন। কিন্তু একজনও ভোট দেননি। ভোটারদের অভিযোগ, উন্নয়ন লেশমাত্র নেই। এত বছর ধরে গ্রামে না হয়েছে রাস্তা, না হয়েছে ব্রিজ। বছরের পর বছর ধরে দাবি জানালেও কেউ তা শোনেননি। তার জেরেই ভোটের দিন ভোট বয়কট এবং অনশন আন্দোলন করেন গ্রামের মহিলারা। সেক্টর অফিসার ঘটনাস্থলে গিয়ে তাঁদের বোঝানোর চেষ্টা করলেও কোনওভাবেই তাঁরা ভোট দিতে রাজি হননি।

[আরও পড়ুন: পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বাড়ছে আতঙ্ক! বাজার থেকে কোভিশিল্ড তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা]

অভিযোগ, ভোটের শেষলগ্নে প্রশাসন জোর করে দুই আইসিডিএস কর্মীকে ভোট দেওয়ায়। এ নিয়ে ক্ষোভ দানা বাঁধে। ভোটকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। ধুন্ধুমার বেঁধে যায়। সামাল দিতে এসে আক্রান্ত হন পুলিশ কর্মীরা। মাথা ফাটে। পরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

[আরও পড়ুন: তৃণমূল নেতার ঠ্যাং ভাঙার নিদান! হিরণের বিরুদ্ধে অভিযোগ থানা ও কমিশনে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তৃতীয়দফা ভোটের একেবারে শেষলগ্নে রক্ত ঝরল মালদহে।
  • আক্রান্ত পুলিশ কর্মী। ফেটেছে মাথা।
  • অভিযোগ, ভোট বয়কটের পরও প্রশাসন জোর করে দুই আইসিডিএস কর্মীকে ভোট দিতে বাধ্য করেছে।
Advertisement