shono
Advertisement

Breaking News

ভোটের ১১ দিন আগে নিখোঁজ ইভিএমের দায়িত্বে থাকা অফিসার, থমথমে কৃষ্ণনগর

নিখোঁজ নোডাল অফিসারের গাড়িটি পাওয়া গিয়েছে৷ The post ভোটের ১১ দিন আগে নিখোঁজ ইভিএমের দায়িত্বে থাকা অফিসার, থমথমে কৃষ্ণনগর appeared first on Sangbad Pratidin.
Posted: 09:04 AM Apr 19, 2019Updated: 11:16 AM Apr 19, 2019

পলাশ পাত্র, তেহট্ট: কৃষ্ণনগরে রহস্যজনকভাবে নিখোঁজ নোডাল অফিসার৷ বৃহস্পতিবার দুপুরের পর থেকে আর দেখা পাওয়া যায়নি অর্ণব রায় নামে ওই আধিকারিকের৷ রাতেই কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ অপহরণ নাকি নিখোঁজ হয়ে যাওয়ার নেপথ্যে রয়েছে অন্য কিছু, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷

Advertisement

[ আরও পড়ুন: রাতে রাজনৈতিক দলের প্রবেশ নিষেধ, অনুব্রতর নিদানের পরই পোস্টার পড়ল গ্রামে]

চতুর্থ দফায় ২৯ এপ্রিল কৃষ্ণনগরে ভোটগ্রহণ৷ তার আগে জোরকদমে লোকসভা কেন্দ্রজুড়ে চলছে ভোট প্রস্তুতি৷ এই পরিস্থিতিতে কৃষ্ণনগরের ইভিএম, ভিভিপ্যাট দেখভালের দায়িত্বে থাকা আধিকারিক উধাও৷ প্রশাসন সূত্রে খবর, অর্ণব রায় নামে ওই আধিকারিক বিপ্রদাস পাল পলিটেকনিক কলেজে পোস্টিং ছিল তাঁর৷ বৃহস্পতিবার দুপুর দু’টো পর্যন্ত অন্যান্য আধিকারিকদের সঙ্গে কাজও করেছেন অর্ণব৷ কিন্তু তারপর থেকে আর তাঁকে খুঁজে পাওয়া যায়নি৷ বিকাল থেকে শুরু হয় খোঁজাখুঁজি৷ অর্ণবের দু’টি মোবাইল নম্বরে ফোন করা হয়৷ তবে মোবাইল সুইচড অফ থাকায় ওই আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা যায়নি৷

[আরও পড়ুন: ‘বোতাম টিপবেন এখানে, মোদির কোমর ভাঙবে ওখানে’, কড়া চ্যালেঞ্জ অভিষেকের]

রাতে বাধ্য হয়েই কৃষ্ণনগরের কোতয়ালি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে৷ জেলাশাসক বলেন, ‘‘অর্ণবের খোঁজে তদন্ত চলছে৷ আধিকারিকের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনাটি জানানো হয়েছে নির্বাচন কমিশনেও৷’’ রাতে থানায় যান আধিকারিকের স্ত্রী-ও৷ জেলাশাসক, পুলিশ সুপার-সহ অন্যান্য আধিকারিকের সঙ্গে কথা বলেন তিনি৷ দুপুর থেকে নিখোঁজ হওয়ার পর বহুক্ষণ কেটে গেলেও, নোডাল অফিসারের কোনও খোঁজ পাওয়া যায়নি৷ তবে ওই আধিকারিকের গাড়িটির খোঁজ পাওয়া গিয়েছে৷ তাঁর গাড়িচালকের সঙ্গে কথা বলছেন পুলিশ আধিকারিকরা৷ যদিও গাড়িচালকের দাবি তিনি অর্ণবের কোনও খোঁজ জানেন না৷ বাড়ি থেকে বিপ্রদাস পাল পলিটেকনিক কলেজ পর্যন্ত ওই আধিকারিককে পৌঁছে দিয়েছিলেন তিনি৷ তবে তারপর থেকে আর অর্ণবের সঙ্গে কথা হয়নি গাড়িচালকের৷ ভোটের ঠিক এগারোদিন আগে নোডাল অফিসার নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দানা বেঁধেছে রহস্য৷ রাজনৈতিক চক্রান্তে তাঁকে অপহরণ করা হয়েছে নাকি আধিকারিকের নিখোঁজ হয়ে যাওয়ার নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷

The post ভোটের ১১ দিন আগে নিখোঁজ ইভিএমের দায়িত্বে থাকা অফিসার, থমথমে কৃষ্ণনগর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement