সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী হলেও নরেন্দ্র মোদির ফ্যাশন নিয়ে চর্চা নেহাত কম নয়। কখনও মোদি কোট, কখনও রঙবেরঙের পাগড়ি-সবসময়ে ফ্যাশন নিয়ে পরীক্ষানিরীক্ষা করেন প্রধানমন্ত্রী। এবার মোদির কানে দেখা গেল দুল! ওমান সফরে মোদির কানের দুল পরা ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
স্বাধীনতা দিবস হোক বা সাধারণতন্ত্র দিবস- প্রত্যেকটি জাতীয় অনুষ্ঠানেই নজর কাড়ে প্রধানমন্ত্রীর পোশাক। বিশেষত মোদি কেমন পাগড়ি পরছেন, সেই নিয়ে চলে চুলচেরা বিশ্লেষণ। প্রধানমন্ত্রীর পাগড়ির নেপথ্যে কোনও রাজনৈতিক বার্তা রয়েছে কিনা, আলোচনা হয় সেই নিয়েও। প্রতিবারই নতুন ধরনের সাজে এই বিশেষ দিনগুলি পালন করেন প্রধানমন্ত্রী। ২০১৪ সাল থেকেই স্বাধীনতা দিবসে নজর কেড়েছে প্রধানমন্ত্রীর পাগড়ি। গত দশ বছরে দশটি আলাদা রকমের পাগড়ি পরে পতাকা উত্তোলন করেছেন মোদি।
কেবল স্বাধীনতা দিবস-সাধারণতন্ত্র দিবসেই নয়, অন্যান্য সময়েও মোদিকে দেখা গিয়েছে ফ্যাশন নিয়ে পরীক্ষানিরীক্ষা করতে। নিজের নাম খোদাই করা বন্ধগলাও পরতে দেখা গিয়েছে তাঁকে। ফ্যাশনিস্তা প্রধানমন্ত্রীর ওমান সফরের ভিডিও প্রকাশ্যে আসতে নেটিজেনদের চোখে পড়েছে, মোদির ডান কানে চকচক ছোট্ট সাদা রঙের দুল! হু হু করে সেই ভিডিও ভাইরাল হয়।
তবে ফ্যাশন নিয়ে পরীক্ষানিরীক্ষা করলেও, কানে দুল পরেননি প্রধানমন্ত্রী। তাঁর কানে থাকা ওই সাদা জিনিসটি আসলে অনুবাদের যন্ত্র। সামনের ব্যক্তি যা বলছেন সেটা সঙ্গে সঙ্গে অনুবাদ করে দেওয়াই এই যন্ত্রের কাজ। মূলত কূটনৈতিক আলোচনায় এই যন্ত্র ব্যবহৃত হয়। দোভাষীর মাধ্যমে অনুবাদে সময় বেশি লাগে, বক্তব্য বিকৃত হওয়ার সম্ভাবনাও থাকে। সেকারণেই এই যন্ত্র ব্যবহার করেন রাষ্ট্রপ্রধানরা। ওমানের উপপ্রধানমন্ত্রী সায়িদ শিবাব বিন তারিক আল সাইদ আরবিকে কথা বলেন, সেটা বুঝতেই কানে 'দুল' পরেছিলেন মোদি।
