রক্ষকই ভক্ষক! বাড়িতে কেউ না থাকার সুযোগে পরিচারিকাকে শ্লীলতাহানির অভিযোগ কলকাতা পুলিশের এক এসআইয়ের বিরুদ্ধে। এই ঘটনা কাউকে জানালে পরিণতি ভালো হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ তরুণীর। প্রথমে ভয়ে কাউকে কিছু না জানালেও, পরে ইমেল মারফত নরেন্দ্রপুর থানায় অভিযোগ জানিয়েছেন তরুণী। তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
নির্যাতিতা নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা। বেশ কয়েদিন আগে তিনি একটি আয়া সেন্টারের মাধ্যমে কসবার থানার এক এসআইয়ের বাড়িতে পরিচারিকা হিসাবে কাজে যান। অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই পুলিশ অফিসার তরুণীকে পিছন থেকে জড়িয়ে ধরেন। সম্মানহানির চেষ্টা করে বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে তরুণী ঘটনার প্রতিবাদ জানান। এই ঘটনার পর তাঁকে মিথ্যা চুরির অপবাদে ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে দাবি নির্যাতিতার। পাশাপাশি তাঁকে সাদা কাগজে কিছু লিখিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ তুলেছেন অভিযোগকারিণী।
এই ঘটনার পর এসআইয়ের বাড়ি থেকে বেরিয়ে যান তরুণী। ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েন তরুণী। থানায় অভিযোগ জানাতেও ভয় পাচ্ছিলেন তিনি। কিন্তু অবশেষে ইমেল মারফত নরেন্দ্রপুর থানায় অভিযোগ জানান তিনি। ঘটনার পর থেকে তাঁকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। কলকাতা পুলিশের আধিকারিকের কোনও বক্তব্য পাওয়া যায়নি।
