shono
Advertisement
Vidyasagar Setu

রবিবার ফের ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে যান চলাচল?

শুক্রবার কলকাতা পুলিশের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নাগরিক নিরাপত্তার কারণে বিদ্যাসাগর বা দ্বিতীয় হুগলি সেতুতে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেই জন্য বন্ধ থাকবে সেতুটি।
Published By: Subhankar PatraPosted: 09:13 AM Jan 17, 2026Updated: 12:57 PM Jan 17, 2026

ফের বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu)। রবিবার রক্ষণাবেক্ষণের কাজের জন্য বন্ধ থাকবে এই সেতু। ১৮ তারিখ সকাল পাঁচটা থেকে দুপুর ১টা পর্যন্ত পুরোপুরি বন্ধ রাখা হবে সেতুটি। এই সময়কালে কোনও যানবাহন চলবে না বলে জানানো হয়েছে।

Advertisement

শুক্রবার কলকাতা পুলিশের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নাগরিক নিরাপত্তার কারণে বিদ্যাসাগর বা দ্বিতীয় হুগলি সেতুতে (Second Hooghly Bridge) রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেই জন্য বন্ধ থাকবে সেতুটি। তার জন্য ৮ ঘণ্টা সব রকম যান চলাচল বন্ধ থাকবে এই সেতুতে। সেতুর স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল ও বিয়ারিং বদলানোর কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে।

১৮ তারিখ সকাল পাঁচটা থেকে দুপুর ১টা পর্যন্ত পুরোপুরি বন্ধ রাখা হবে সেতুটি। এই সময়কালে কোনও যানবাহন চলবে বলে জানানো হয়েছে।

এই সময়ে বিদ্যাসাগর সেতুমুখী গাড়িগুলিকে বিকল্প পথে চালানো হবে। জানানো হয়েছে, জিরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড ধরে আসা গাড়িগুলিকে টার্ফ ভিউ দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেগুলি হাওড়া ব্রিজ ধরে বেরিয়ে যাতে পারবে। তাছাড়াও হেস্টিংস ক্রসিং দিয়ে ডান দিকে ঘুরে গাড়িগুলি কেপি রোডের দিকেও যেতে পারবে। জেএন আইল্যান্ডের দিক থেকে কেপি রোড হয়ে যে সমস্ত গাড়ি আসবে, সেগুলিকে ১১ ফারলং গেট দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। ৮ ঘণ্টা সমস্ত গাড়িকে হাওড়া ব্রিজ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। দুপুর ১টার পর দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু ফের খুলে দেওয়া হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement