shono
Advertisement
Howrah division

হাওড়া ডিভিশনে আগামী সপ্তাহে বাতিল একাধিক ট্রেন, যাত্রী ভোগান্তির আশঙ্কা

রক্ষণাবেক্ষণের জন্য নেওয়া হবে পাওয়ার ব্লক।
Published By: Subhankar PatraPosted: 10:00 AM Nov 01, 2025Updated: 10:31 AM Nov 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী সপ্তাহের শুরুতেই ফের ট্রেন বাতিল! এবার হাওড়া ডিভিশনে। রক্ষণাবেক্ষণের জন্য একাধিক ট্রেন বাতিল ও সময় পরিবর্তনের কথা জানাল পূর্ব রেল। বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন দিয়ে একথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

Advertisement

হাওড়া ডিভিশনের ব্যান্ডেল-কাটোয়া শাখায় ধাত্রীগ্রাম ও সমুদ্রগড় স্টেশনের মধ্যে আপ লাইনে রক্ষণাবেক্ষণের কাজ করবে রেল। তার জন্য মাঝে মাঝে ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে। রেল জানিয়েছে ৪ থেকে ২৫ নম্ভেবরের মধ্যে ৭ দিনের জন্য পাওয়ার ব্লক নেওয়া হবে। ৪, ৭, ১১, ১৪, ১৮, ২১ ও ২৫ নম্ভেবর ব্যান্ডেল থেকে ৩৭৭৪১ ও কাটোয়া থেকে ৩৭৭৪২ নম্বর ট্রেনগুলি বাতিল থাকবে। এছাড়াও ৩৭৭৪৩ ব্যান্ডেল-কাটোয়া লোকাল ব্যান্ডেল থেকে ৪টে ৩০ মিনিটের পরিবর্তে ৫টে ২০ মিনিটে ছাড়বে। এছাড়াও রেল জানিয়েছে, ব্লক চলাকালীন স্পেশাল বা দেরিতে চলা ট্রেনের পথ পরিবর্তন করা হবে। 

উল্লেখ্য, একই কাজ প্রথমে হওয়ার কথা ছিল অক্টোবরের ১৬ তারিখ থেকে ২১ নম্ভেবর পর্যন্ত। কিন্তু রাস পূর্ণিমার জন্য সেই পরিকল্পনা বাতিল করেছে রেল। ওই দিনগুলিতে ট্রেন চলাচল স্বাভাবিকই থাকবে বলে নতুন বিজ্ঞাপন দিয়ে জানিয়েছে রেল। সপ্তাহের শুরুতেই পাওয়ার ব্লকে ভোগান্তির আশঙ্কা করছেন যাত্রীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী সপ্তাহের শুরুতেই ফের ট্রেন বাতিল! এবার হাওড়া ডিভিশনে।
  • রক্ষণাবেক্ষণের জন্য একাধিক ট্রেন বাতিল ও সময় পরিবর্তনের কথা জানাল পূর্ব রেল।
  • বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন দিয়ে একথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
Advertisement