shono
Advertisement
Malbazar

নাবালিকাকে বিক্রির ছক! মালবাজারে গোপন অভিযানে দম্পতিকে গ্রেপ্তার করল পুলিশ

এই ঘটনার পিছনে কি বড় কোনও পাচারচক্র কাজ করছে, খতিয়ে দেখছে পুলিশ।
Published By: Subhankar PatraPosted: 08:42 PM Dec 18, 2024Updated: 09:01 PM Dec 18, 2024

অরূপ বসাক, মালবাজার: নাবালিকাকে বিক্রির ছক ভেস্তে দিল পুলিশ। মালবাজারে সাদা পোশাকের পুলিশের জালে দম্পতি। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালবাজার শহরের বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায়। নাবালিকাকে উদ্ধারের পর, ওই দম্পতিকে গ্রেপ্তার করছে পুলিশ। মেয়েটিকে কোথায়, কার কাছে বিক্রি করার ছক ছিল? ঘটনায় অন্য কেউ যুক্ত আছে কিনা। পিছনে কি বড় কোনও পাচারচক্র কাজ করছে? উঠছে একাধিক প্রশ্ন। 

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রোহিত আলম ও মাহমুদা বেগম। মঙ্গলবার তারা কোচবিহারের মাথাভাঙা থেকে গাড়ি ভাড়া করে নাবালিকাকে নিয়ে মালবাজার শহরের বাসস্ট্যান্ড চত্বরে এসে পৌঁছয়। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে আগে থেকেই সাদা পোশাকে সেখানে উপস্থিত ছিল পুলিশ। গাড়ি থামিয়ে তল্লাশি শুরু করেন আধিকারিকরা।

সেই সময় অভিযুক্ত দম্পতির গাড়ি আটকে তল্লাশি করতেই নাবালিকাকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মালবাজার থানার আইসি সমীর তামাং জানিয়েছেন, "ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা সেই বিষয়েও জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মালবাজারে নাবালিকাকে বিক্রি করার ছক ভেস্তে দিল পুলিশ।
  • সাদা পোশাকের পুলিশের জালে এক দম্পতি।
  • মালবাজার শহরের বাসস্ট্যান্ড লাগোয়া এলাকা থেকে নাবালিকাকে উদ্ধার করে পুলিশ।
Advertisement