shono
Advertisement
Malda

মাথায় বাটখারার ঘায়ে শাশুড়িকে খুনে পুত্রবধূর যাবজ্জীবন, ৩ বছর পর মিলল সুবিচার

যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
Published By: Sayani SenPosted: 08:44 PM Jul 16, 2025Updated: 08:44 PM Jul 16, 2025

বাবুল হক, মালদহ: মাথায় বাটখারার ঘায়ে শাশুড়িকে খুনের দায়ে দোষী সাব্যস্তের পর বউমার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল মালদহ জেলা আদালতের পঞ্চম ফাস্ট ট্র্যাক কোর্ট। মামলার শুনানি শেষে বুধবার এই রায় দেন মালদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মনোদীপ দাশগুপ্ত। দোষী মর্জিনা বিবির যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি দশ হাজার টাকা জরিমানা। অনাদায়ে আরও এক মাস কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

Advertisement

খুনের ঘটনাটি ঘটে ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর রাতে। মালদহের কালিয়াচক থানার গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাখরপুরের ঘটনা। মাঝেমধ্যেই বাড়িতে শাশুড়ি-বউমার ঝগড়া হত। তার জেরে ৬২ বছর বয়সী শাশুড়ি গোলেনূর বিবিকে বাড়িতেই খুন করা হয়েছিল। বাটখারা দিয়ে শাশুড়ির মাথায় একাধিকবার আঘাত করায় মাথা ফেটে চৌচির হয়ে যায়। মাথার অর্ধেক অংশ ছিন্নভিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই বৃদ্ধা গোলেনুরের মৃত্যু হয়। পরের দিন গোলেনূর বিবির ছেলে সাফিউল হক কালিয়াচক থানায় মাকে খুনের অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মর্জিনা বিবিকে গ্রেপ্তার করে।

গোলেনুর বিবির তিন ছেলের মধ্যে বড় ও মেজো ছেলে পৈতৃকবাড়ির সামান্য দূরে নিজস্ব বাড়িতে ভিন্ন থাকতেন। ছোট ছেলে সাদ্দাম হোসেনকে নিয়ে বাড়িতে থাকতেন গোলেনুর বিবি। সাদ্দামের স্ত্রী মর্জিনা। তার বাপের বাড়ি চাঁচোলে। বর্তমানে তাদের দশ বছরের এক ছেলে রয়েছে। এই খুনের ঘটনার তদন্ত শেষে ২০২২ সালের ১০ ডিসেম্বর আদালতে চার্জশিট পেশ করে কালিয়াচক থানার পুলিশ। এদিন সরকার পক্ষের আইনজীবী অমলকুমার দাস জানান, ১৪ জনের সাক্ষীর ভিত্তিতে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বিচারক। মর্জিনা বিবির যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক মনোদীপ দাশগুপ্ত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মাথায় বাটখারার ঘায়ে শাশুড়িকে খুনে পুত্রবধূর যাবজ্জীবন।
  • দোষী মর্জিনা বিবির যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি দশ হাজার টাকা জরিমানা।
  • ৩ বছর পর মিলল সুবিচার।
Advertisement