shono
Advertisement
Mamata Banerjee on Waqf Row

'মুর্শিদাবাদের মানুষ অশান্তি পছন্দ করেন না', বহরমপুরের সভায় নাম না করে 'সাম্প্রদায়িক' বিজেপিকে তোপ মমতার

মুর্শিদাবাদের মানুষ অশান্তি পছন্দ করেন না। সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের নিরাপত্তা দেবেন, এটাই নিয়ম।
Published By: Monishankar ChoudhuryPosted: 01:36 PM Dec 04, 2025Updated: 03:27 PM Dec 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুর্শিদাবাদের মানুষ অশান্তি পছন্দ করেন না। সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের নিরাপত্তা দেবেন, এটাই নিয়ম। বৃহস্পতিবার বহরমপুরের সভা থেকে এ কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মাস কয়েক আগে মুর্শিদাবাদের জঙ্গিপুরে অশান্তির ঘটনা নিয়ে বলতে গিয়ে নাম না করে বিজেপিকেও হুঁশিয়ারি দিলেন মমতা।

Advertisement

গত এপ্রিলে ওয়াকফের বিরোধিতায় অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার একাধিক এলাকা। তা নিয়ে মমতা বলেন, "ধুলিয়ান-জঙ্গিপুরে একটা ঘটনা ঘটেছিল। সেই সময় জাকির হোসেনের সঙ্গে কথা বলেছিলাম। স্থানীয় কাউন্সিলরকে রাস্তায় দাঁড় করিয়ে বলেছিলাম, আপনারা সংখ্যালঘুদের নিরাপত্তা দিন। হিন্দুরা যাতে নির্যাতিত না হন। এই বাংলা সম্প্রীতির বাংলা। আমরা সব ধর্মকে শ্রদ্ধা করি।" সে প্রসঙ্গে বলতে গিয়ে নাম না করে পদ্মশিবিরকেও বিঁধেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "যারা সাম্প্রদায়িকতার রক্তে হোলি খেলছে, তাদেরও সতর্ক করছি।"

এসআইআর নিয়ে সুর চড়ান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তিনি বলেন, "যে সব রাজ্যে বিজেপি ক্ষমতায় নেই, সেখানেই কেন ভোটের আগে এসআইআর হবে? অসম, ত্রিপুরায় বাংলাদেশের সীমান্ত নেই? সেখানে কেন এসআইআর হবে না? বিজেপি ক্ষমতায় আছে বলে? বিজেপি বাংলাবিদ্বেষী। বাংলা ও বাঙালিকে নিশানা করছে ওরা। পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। কেউ বাংলায় কথা বললেই ভিন্‌রাজ্যে তাঁদের ‘বাংলাদেশি’ বলে দাগিয়ে দেওয়া হচ্ছে।"

পশ্চিমবঙ্গে তিনি ডিটেনশন ক্যাম্প করতে দেবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "আমি এখনও নিজের নাম ভোটার তালিকায় তুলিনি। যত ক্ষণ না আপনাদের সকলের নাম উঠছে, তত ক্ষণ আমি নিজের নাম তুলব না। প্রতিটা বুথে বুথে ‘মে আই হেল্প ইউ’ ক্যাম্প করতে বলেছি, যাতে আপনাদের সুবিধা হয়। বিজেপি কান খুলে শুনে নাও, বাংলায় ডিটেনশন ক্যাম্প করতে দেব না। যাঁরা এসআইআর আবহে মারা গিয়েছেন, তার মধ্যে তো অর্ধেকের বেশি হিন্দুও রয়েছেন। যে গাছের ডালে বসেছেন, সেই ডাল কাটবেন না!"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মুর্শিদাবাদের মানুষ অশান্তি পছন্দ করেন না। সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের নিরাপত্তা দেবেন, এটাই নিয়ম। বললেন মুখ্যমন্ত্রী।
  • গত এপ্রিলে ওয়াকফের বিরোধিতায় অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার একাধিক এলাকা।
  • নাম না করে পদ্মশিবিরকে বিঁধে মুখ্যমন্ত্রী বলেন, "যারা সাম্প্রদায়িকতার রক্তে হোলি খেলছে, তাদেরও সতর্ক করছি।"
Advertisement