shono
Advertisement
Mamata Banerjee

মালদহের মঞ্চে দুলালের ছবি, 'সমাজে মাফিয়াদের স্থান নেই', হুঙ্কার 'স্বজনহারা' মমতার

নিহত তৃণমূল নেতার স্ত্রীর উদ্দেশে মমতা বললেন, 'মন ভেঙো না, ওর অসম্পূর্ণ কাজ তুমি সম্পূর্ণ করো।'
Published By: Sucheta SenguptaPosted: 12:27 PM Jan 21, 2025Updated: 12:39 PM Jan 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মালদহের তৃণমূল নেতা দুলাল সরকার খুন হয়েছেন, এই খবরে আগেই 'স্বজনহারা'র শোক উপলব্ধি করেছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কয়েকদিনের মধ্যে তিনি নিজে পৌঁছে গিয়েছেন মালদহে, দুলাল সরকারের পরিবারের পাশে দাঁড়াতে। সোমবার মালদহ পৌঁছে ইংরেজবাজারে নেতার বাড়িতে গিয়েছিলেন। দুলালবাবুর স্ত্রী চৈতালিকে দায়িত্ব দিয়েছিলেন, স্বামীর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার।

Advertisement

আর মঙ্গলবার ইংরেজবাজারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান মঞ্চে দুলাল সরকারের ছবি রেখে 'স্বজনহারা'র শোক নিয়েও হুঁশিয়ারির সুরে বললেন, ''সমাজে মাফিয়াদের কোনও স্থান নেই। যারা সন্ত্রাস ছড়ায়, তাদের কোনও জায়গা নেই। দুলাল সরকার, যাকে আমি বাবলা বলে চিনি সেই ছাত্র রাজনীতির সময় থেকে, তাকে হারানো মানে আমার স্বজনকে হারানো। ওর পরিবারের পাশে আমি, আমরা আছি। ওর স্ত্রী চৈতালি এখানে আছে। ওকে বলব, মন ভেঙো না। দুলালের অসম্পূর্ণ কাজ তুমি সম্পূর্ণ করো।''

সপ্তাহ দুই আগে ইংরেজবাজারে প্রকাশ্যে দিবালোকে শুটআউটে দুলাল সরকার খুন হওয়ার পর মুখ্যমন্ত্রী পুলিশকে দায়ী করেছিলেন। এসপি-কে ভর্ৎসনার সুরে মন্তব্য করেছিলেন, তাঁর অপদার্থতার কারণে এভাবে দলের নেতাকে হারাতে হল। তাঁর তিরস্কারের পর সক্রিয়তা বাড়ায় জেলা পুলিশ। একে একে ধরা পড়ে দুলালের হত্যাকারীরা। উঠে আসে গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব। এই পরিস্থিতিতে দলনেত্রীর মালদহ সফর এবং সরকারি পরিষেবার মঞ্চে জেলা নেতৃত্বকে একত্র করে মাফিয়াদের বিরুদ্ধে বার্তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement