শেখর চন্দ্র, আসানসোল: স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এসেছে শুভেচ্ছাবার্তা। সেই বার্তাই আসানসোলের বাড়িতে নিয়ে গেলেন পুলিশ আধিকারিকরা। দেশের সর্বোচ্চ স্তরের সরকারি পরীক্ষা ইউপিএসসির (ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন) ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল সার্ভিসে (আইএসএস) দেশের মধ্যে প্রথম হয়েছেন আসানসোলের সিঞ্চন স্নিগ্ধ অধিকারী। খুশির হাওয়া আসানসোলে। তাঁর কাছেই শুভেচ্ছাবার্তা পৌঁছল নবান্ন থেকে।
সোমবার আসানসোলের ইসমাইলে মাদার টেরিজা সরণিতে সিঞ্চনের বাড়িতে গেলেন আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি (হিরাপুর) ঈপ্সিতা দত্ত। তাঁর সঙ্গে ছিলেন সার্কেল ইন্সপেক্টর অশোক সিনহা মহাপাত্র, হিরাপুর থানার অফিসার অজিত কুণ্ডু ও টাউন অফিসার রাজেশ ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছাবার্তা, পুষ্পস্তবক ও মিষ্টির প্যাকেট সিঞ্চনের হাতে তুলে দেন এসিপি। সিঞ্চনকে নিজে হাতে মিষ্টিও খাওয়ান এসিপি (হিরাপুর)। ছেলের কৃতিত্বে তখন মুখ জ্বলজ্বল করছে বাবা প্রদীপ অধিকারী ও মা সুজাতা অধিকারীর।
এই প্রসঙ্গে এসিপি ঈপ্সিতা দত্ত বলেন, "সিঞ্চন স্নিগ্ধ অধিকারীর এই কৃতিত্ব অবশ্যই খুব গর্বের। তাঁর এই সাফল্যের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তা ও বেশ কিছু জিনিস পাঠিয়েছেন। আমরা সেইসব কিছু মুখ্যমন্ত্রীর হয়ে তাঁর বাড়িতে এসে দিয়ে গেলাম।" তিনি বলেন, "আমরাও তাঁকে শুভেচ্ছা জানালাম। আমরা চাই তিনি কর্মক্ষেত্রে আরও ভালো কাজ করে দেশকে গর্বিত করেন।"
সিঞ্চনকে পাঠানো মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা বাংলা হরফে লেখা। তাতে লেখা, এই সাফল্যের জন্য গোটা বাংলা গর্বিত বলা হয়েছে। শুভেচ্ছাবার্তা হাতে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি সিঞ্চন। তিনি বলেন, "খুব ভালো লাগছে। কর্মক্ষেত্রে ভালো কাজ করে আরও সাফল্য নিয়ে আসার চেষ্টা করব।" প্রথমবার তিনি সাফল্য পাননি। এবার দ্বিতীয় বার পরীক্ষায় বসেই এই অভাবনীয় ফল। দিন দুই আগে এই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।