নিরুফা খাতুন: শীতেও বৃষ্টি! রাজ্যে ফের বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহান্তে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। উত্তরবঙ্গেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। নিম্নচাপের প্রভাবে বাড়বে তাপমাত্রাও। জেনে নিন, উইকেন্ডে ভিজবে কোন কোন জেলা?
আলিপুর হাওয়া অফিসের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, তৈরি হচ্ছে নিম্নচাপ। যার প্রভাবে শুক্রবার ও শনিবার আকাশ মেঘলা থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে। উত্তরে দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা বাড়বে বঙ্গের প্রায় সব জেলাতে। আগামী দুদিনে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বুধবার থেকে আংশিক মেঘলা আকাশ। শনিবার পর্যন্ত তাপমাত্রার পরিবর্তন নেই।
উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তাও জারি করা হয়েছে। প্রায় সব জেলাতেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। আগামিকাল ঘন কুয়াশা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে। বুধবার ঘন কুয়াশার সতর্কবার্তা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে হালকা ধোঁয়াশা, কুয়াশা থাকতে পারে। ঘন কুয়াশার সতর্কতা বেশ কিছু জেলাতে। মঙ্গলবার ঘন কুয়াশা থাকবে পূর্ব-পশ্চিম, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। বুধবার ঘন কুয়াশা সতর্কবার্তা পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে।