সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহুয়া মৈত্রর (Mahua Moitra) সাংসদ পদ খারিজ হওয়ার খবর পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। কার্শিয়াংয়ে বসেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বিজেপিকে নিশানা করলেন। স্পষ্ট বললেন, ”যেভাবে মহুয়াকে আত্মপক্ষ সমর্থনের বিন্দুমাত্র সুযোগ না দিয়ে বহিষ্কার করা হল, তাতে স্পষ্ট যে বিজেপি রাজনৈতিকভাবে লড়তে পারে না। তাই প্রতিহিংসার রাজনীতির আশ্রয় নিল। আমি এর তীব্র ধিক্কার জানাচ্ছি। মহুয়ার মতো তরুণ প্রজন্মের প্রতিনিধির বিরুদ্ধে এমন পদক্ষেপ! আমি বলছি, মহুয়া প্রতিহিংসার শিকার হয়েছে। দল ওর পাশে ছিল, আছে, থাকবে।”
শুক্রবার পূর্বঘোষণামতোই লোকসভায় তৃণমূল সাংসদ (TMC MP) মহুয়া মৈত্রর বিরুদ্ধে এথিক্স কমিটির রিপোর্ট জমা পড়ে। সংসদে টাকার বিনিময়ে প্রশ্ন ইস্যুতে তাঁর সাংসদ পদ খারিজের সুপারিশ সম্বলিত সেই রিপোর্টের উপর আধঘণ্টা আলোচনা হয়। মহুয়ার হয়ে কার্যত গলা ফাটান কংগ্রেসের অধীর চৌধুরী, মণীশ তিওয়ারিরা। বিজেপির হয়েও দু, তিনজন সুর চড়ান মহুয়ার বিরোধিতায়। অবশেষে ধ্বনি ভোটে পাশ হয়ে যায় এথিক্স কমিটির রিপোর্টের সুপারিশ। খারিজ হয় তাঁর সাংসদ পদ। সঙ্গে সঙ্গে অবশ্য মহুয়ার সমর্থনে সংসদের বাইরে গান্ধীমূর্তির পাদদেশে জমায়েত হন বিরোধীরা। তৃণমূলের পাশাপাশি ফারুক আবদুল্লার মতো বর্ষীয়ান নেতাকেও দেখা যায় সেখানে।
[আরও পড়ুন: টাকার বিনিময়ে প্রশ্ন: বাতিল মহুয়া মৈত্রর সাংসদ পদ]
এই খবর পৌঁছতেই কার্শিয়াং থেকে ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, ”মহুয়া প্রতিহিংসার রাজনীতির শিকার হল। তাঁকে তো কোনও সুযোগই দেওয়া হল না আত্মপক্ষ সমর্থনে কিছু বলার। ওকে ভোটে হারাতে না পেরে এই কাণ্ড করল বিজেপি। ওরা রাজনৈতিকভাবে লড়তে পারে না। আজ যা ঘটল সংসদে, তা কালো দিন।”
[আরও পড়ুন: ‘…তোদের চিতা আমি তুলবই’, সাংসদ পদ হারিয়ে বিস্ফোরক মহুয়া]
মহুয়া কি আসন্ন লোকসভায় তৃণমূলের প্রার্থী হবেন? এই প্রশ্নের জবাবে মমতা জানান, ”ওকে প্রার্থী না করার কিছু নেই তো। ও তো কৃষ্ণনগর সাংগঠনিক জেলা সভাপতি। জনতাই জবাব দেবে।” মহুয়া নিজেও আগামী লোকসভা ভোটে লড়াই নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন। সাংসদ পদ খারিজ নিয়ে তরজার সময় তিনি চ্যালেঞ্জ করে বলেছিলেন, ”পরেরবার দ্বিগুণ ভোটে জিতে আসব।” এবার দলনেত্রীর গলাতেও একই সুর শোনা গেল।
দেখুন ভিডিও: