shono
Advertisement

অন্যত্র বিয়ে পাকা, রেজিস্ট্রির আগে প্রেমিকাকে বিষ খাইয়ে খুন যুবকের!

অভিযুক্ত পলাতক, বাড়িতে ভাঙচুর স্থানীয়দের। The post অন্যত্র বিয়ে পাকা, রেজিস্ট্রির আগে প্রেমিকাকে বিষ খাইয়ে খুন যুবকের! appeared first on Sangbad Pratidin.
Posted: 07:35 PM Jun 07, 2019Updated: 07:35 PM Jun 07, 2019

দেবব্রত মণ্ডল, বারুইপুর: দীর্ঘদিনের প্রেম। কিন্তু অন্য যুবকের সঙ্গে প্রেমিকার বিয়ে পাকা হয়ে গিয়েছে। মেনে নিতে পারেনি প্রেমিক৷ আর সেই প্রেমিকের হাতেই খুন হতে হল যুবতীকে৷ বিষ খাইয়ে প্রেমিকাকে খুনের অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে৷ এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। ঘটনাটি জানাজানি হতেই পলাতক অভিযুক্ত ও তার পরিবারের লোকেরা। ক্ষোভে অভিযুক্ত যুবকের বাড়িতে ভাঙচুর চালান স্থানীয় বাসিন্দারা।

Advertisement

[আরও পড়ুন: দিঘায় স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন কলকাতার তরুণ, এলাকায় আতঙ্ক]

সোনারপুরের চৌপথি এলাকায় পাশাপাশি বাড়ি মানস মণ্ডল ও পল্লবী মণ্ডলের। একে অপরকে ভালবাসতেন তাঁরা। মানস ও পল্লবীর সম্পর্কের কথা জানতেন প্রতিবেশীরাও। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাড়ি থেকে সম্প্রতি পল্লবীর অন্য জায়গায় বিয়ে ঠিক করা হয়। পরিবারের চাপে বিয়েতে রাজিও হয়ে যান ওই যুবতী। এ মাসেই রেজিস্ট্রি হওয়ার কথা ছিল। এদিকে প্রেমিকার অন্যত্র বিয়ের খবর পেয়ে রাগে ফুঁসতে থাকে মানস।

মৃতার পরিবারের দাবি, বৃহস্পতিবার দুপুরের বাড়ির সকলের সঙ্গে খাওয়া-দাওয়া করেন পল্লবী। খাওয়া-দাওয়ার পর মানস ফোন করে ওই তরুণীকে বাড়ির কাছে আমবাগানে দেখা করতে বলে। সেখানে জোর করে পল্লবীকে বিষ খাইয়ে দেয় মানস। বাড়ি ফিরে গুরুতর অসুস্থ হয়ে পড়ে পল্লবী। প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় সুভাষগ্রাম হাসপাতালে। পরে স্থানান্তরিত করা হয় কলকাতা একটি হাসপাতালে। কিন্তু, শেষরক্ষা হয়নি। বৃহস্পতিবার রাতেই মারা যান পল্লবী মণ্ডল। প্রেমিক মানস মণ্ডল ও তার পরিবারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন মৃতার পরিবারের লোকেরা। তদন্তে নেমেছে সোনারপুর থানার পুলিশ। অভিযুক্ত সপরিবারে পলাতক। পাড়ার দুই ছেলেমেয়ের প্রেমের পরিণতি শেষ পর্যন্ত এমন মর্মান্তিক হয়ে উঠবে, তা ভাবতেও পারছেন না প্রতিবেশীরা৷

ছবি: বিশ্বজিৎ নস্কর৷

[আরও পড়ুন: দেড় বছর বেতন মেলেনি, পুরুলিয়ায় পুরসভার গাছে উঠে আত্মহত্যার হুমকি কর্মীর!]

The post অন্যত্র বিয়ে পাকা, রেজিস্ট্রির আগে প্রেমিকাকে বিষ খাইয়ে খুন যুবকের! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement