রাজকুমার, আলিপুরদুয়ার: স্বামী-স্ত্রীর নিত্য অশান্তি। শেষপর্যন্ত ছেলের সামনেই মহিলাকে জীবন্ত পুড়িয়ে মারল স্বামী! মা-কে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছে ওই দম্পতির ছোট ছেলে। এমনকী, ছেলেকে বাঁচাতে গিয়ে অভিযুক্ত নিজেও অগ্নিদগ্ধ হয়ে ভরতি হাসপাতালে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ারের কুমারগ্রামে। তদন্তে নেমেছে পুলিশ।
[আরও পড়ুন: কর্তব্যরত মহিলা কর্মীকে দিয়ে ম্যাসাজ করাচ্ছেন এসআই, ফাঁস চাঞ্চল্যকর ভিডিও]
আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের রাধানগর গ্রামে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে থাকে সোনাবন্ধু বর্মন ওরফে নেশা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সোমবার রাতে স্ত্রী মিনতির সঙ্গে তুমুল ঝগড়া শুরু হয় সোনাবন্ধুর। রাগে মাথায় স্ত্রীর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় সে। চোখের সামনে মাকে জ্বলতে দেখে ওই মহিলাকে ঝাপটে ধরে দম্পতির ছোট ছেলে আকাশ। ছেলেকে বাঁচানো চেষ্টা করে নেশা। বাবা ও ছেলে দু’জনেই অগ্নিদগ্ধ হয়। এদিকে চিৎকার শুনে ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন প্রতিবেশীরা। নেশা, তার স্ত্রী মিনতি ও ছেলে আকাশকে প্রথমে নিয়ে যাওয়া হয় কামাখ্যাগুড়ি হাসপাতালে। পরে তিনজনকেই স্থানান্তরিত করা হয় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। সেখানে মৃত্যু হয় মা ও ছেলের। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসা চলছে সোনাবন্ধু বর্মন ওরফে নেশার। ঘটনার সময়ে বাড়িতেই ছিল সোনাবন্ধু ও মিনতির বড় ছেলেও। তার অবশ্য কিছু হয়নি।
জানা গিয়েছে, মৃতা মিনতি বর্মনের বাপের বাড়ি কোচবিহারের তুফানগঞ্জের বক্সিরহাটে। খবর পেয়ে সোমবার রাতে কুমারগ্রামে যান মৃতার বাপের বাড়ির লোকেরা। সোনাবন্ধু বর্মন ওরফে নেশার বিরুদ্ধে থানায় এফআইআর করেছেন তাঁরা। তদন্তে নেমেছে পুলিশ।
[ আরও পড়ুন: জলবায়ুর পরিবর্তন, ৫০ বছরের মধ্যেই অবলুপ্ত হতে পারে রয়্যাল বেঙ্গল টাইগার]
The post ছেলের সামনেই স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারল যুবক! appeared first on Sangbad Pratidin.
