সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকা মজুত করে রাখা সিলিন্ডার বিস্ফোরণ। দাউদাউ করে জ্বলে উঠল সাইকেলের দোকান। কালো ধোঁয়ায় ঢেকে গেল পাশে থাকা স্বাস্থ্যকেন্দ্র। আতঙ্কে রীতিমতো হুড়োহুড়ি রোগীদের। বেশ কিছুক্ষণ বন্ধ থাকে পরিষেবা। সব মিলিয়ে তুমুল উত্তেজনা দুর্গাপুরে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বাস্থ্যকেন্দ্রের পাশেই একটি সাইকেলের দোকান রয়েছে। সেখানে বেআইনিভাবে মজুত করে রাখা হত সিলিন্ডার। শুক্রবার সকাল সাড়ে ন'টা নাগাদ ওই দোকানের গ্যাস সিলিন্ডারের পাইপ ফেটে যায় বলে খবর। এরপরই আগুন জ্বলে ওঠে। দোকানে মজুত করে রাখা সিলিন্ডার বিস্ফোরণ হয়। আগুনের লেলিহান শিখায় গ্য়ারাজের পাশাপাশি ভষ্মীভূত হয়ে যায় পাশের একটি দোকানও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আসে।
ছবি: উদয়ন গুহরায়।
গ্যারাজের পাশের দোকানের মালিক মিলন মণ্ডলের কথায়, "সাইকেলের দোকানে বড় গ্যাস সিলিন্ডার থেকে ছোট গ্যাস সিলিন্ডারে রিফলিং করা হয়। আজ সকালে একটি সিলিন্ডার ব্লাস্ট করে ভয়াবহ ঘটনা ঘটেছে। সাইকেলের দোকান তো ভস্মীভূত হয়েছে। সঙ্গে আমার দোকানও পুড়ে ছাই।" এরপরই ওই যুবক দাবি করেন, তাঁরা একাধিকবার এই কারবার বন্ধের কথা বলেছিলেন। কিন্তু গ্য়ারাজ মালিক গুরুত্ব দেননি। এবিষয়ে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক তথা চিকিৎসক নির্মল্যদেব বন্দ্যোপাধ্যায় বলেন,"আমরা সাড়ে ন'টায় স্বাস্থ্য কেন্দ্রে এসেছি। এসে দেখি অগ্নিকাণ্ডের জেড়ে স্বাস্থ্য কেন্দ্রও বিষাক্ত ধোঁয়ায় ঢেকেছে। প্রায় দেড় ঘণ্টা স্বাস্থ্যকেন্দ্র বন্ধ রাখা হয়।