shono
Advertisement

প্রহসন অব্যাহত, মাধ্যমিকের পঞ্চম দিনেও ফাঁস প্রশ্নপত্র

অঙ্কের প্রশ্নপত্র ঘুরে বেড়াচ্ছে হোয়াটসঅ্যাপে। The post প্রহসন অব্যাহত, মাধ্যমিকের পঞ্চম দিনেও ফাঁস প্রশ্নপত্র appeared first on Sangbad Pratidin.
Posted: 02:03 PM Feb 18, 2019Updated: 02:03 PM Feb 18, 2019

দীপঙ্কর মণ্ডল: বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোলের পর এবার ফাঁস হয়ে গেল মাধ্যমিকের অঙ্ক প্রশ্ন। সোমবার ছিল পরীক্ষার পঞ্চম দিন। পরীক্ষা শুরু হয়েছিল নিয়মমাফিক দুপুর ১২টা নাগাদ। কিন্তু শুরুর ঠিক আধ ঘণ্টা পর, বেলা সাড়ে বারোটা নাগাদ জানা যায়, হোয়াটসঅ্যাপে ঘুরে বেড়াচ্ছে অঙ্কের প্রশ্নপত্র।

Advertisement

গত মঙ্গলবার শুরু হয় মাধ্যমিক। প্রথম দিন ছিল বাংলা ভাষার পরীক্ষা। সেদিন পরীক্ষা শুরুর আধ ঘণ্টা পর হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে প্রশ্ন। পরের তিনটি পরীক্ষাতেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়। ব্যতিক্রম হল না অঙ্ক পরীক্ষার দিনও। তবে হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া প্রশ্ন আদৌ সঠিক কিনা, তা এখনও জানা যায়নি। বেলা তিনটের সময় পরীক্ষা শেষ হলে জানা যাবে, এবারও আসল প্রশ্নপত্রই ফাঁস হল কি না।নাকি ভুয়ো প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে হোয়াটসঅ্যাপে। তবে আগের চারটি পরীক্ষার ক্ষেত্রে দেখা গিয়েছিল, হোয়াটসঅ্যাপে যে প্রশ্নগুলি ছড়িয়ে পড়েছিল, তার সঙ্গে মাধ্যমিকের প্রশ্নের হুবহু মিল।   

বাড়িতে বেআইনি অস্ত্র কারখানা, জয়নগর থেকে আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধারে গ্রেপ্তার ১ ]

প্রথম দিন প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বেশ অস্বস্তিতে পড়ে মধ্যশিক্ষা পর্ষদ। কীভাবে পরীক্ষাশুরুর পরেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় তার তদন্ত করতে দায়িত্ব দেওয়া হয় বিধাননগর সাইবার সেলকে। কিন্তু তারপরেও অব্যাহত ছিল প্রশ্নফাঁসের ঘটনা। ফলে দায়িত্ব বর্তায় সিআইডি’র কাঁধে। সিআইডি সূত্রে খবর, বিধাননগর সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছিল। সিআইডি আরও ২ জনকে আটক করে। অথচ তাতেও কাজের কাজ কিছুই হল না। সিআইডি তদন্তভার হাতে নেওয়ার পরও পঞ্চম দিন ফাঁস হয়ে গেল মাধ্যমিকের প্রশ্ন। ঘটনায় এখনও পর্যন্ত মৌনই রয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

মাধ্যমিক পরীক্ষা প্রায় শেষের পথে। আর বাকি মাত্র ২টি পরীক্ষা। ভৌতবিজ্ঞান ও জীবনবিজ্ঞান। অনেকেই মনে করছেন, এই দুটি পরীক্ষার প্রশ্নও ফাঁস হয়ে যাওয়া আশ্চর্য নয়। তবে তাই যদি হয় হবে নজিরবিহীন হয়ে থাকবে এবছরের মাধ্যমিক।শিক্ষা মহলে বিরক্তি এবং হতাশার পাশাপাশি প্রশ্ন ফাঁসের ঘটনাকে কৌতুকের পর্যায়ে নিয়ে গিয়েছেন অনেকে। প্রচুর মিম তৈরি হয়েছে। পর্ষদের নীরবতা নিয়েও চর্চা চলেছে দিনভর। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন প্রত্যেকদিন বিকেল পাঁচটায় সাংবাদিক বৈঠক করার নিয়ম বহু বছর ধরে চলছে। বুধবার দ্বিতীয় দিনে ইংরেজির প্রশ্ন হোয়াটসঅ্যাপে ভাইরাল হওয়ার পর থেকে তা বন্ধ। পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় একেবারে স্পিকটি নট। পর্ষদ কর্মীদের একাংশ জানিয়েছে, ২২ ফেব্রুয়ারি মাধ্যমিক শেষ হওয়ার পর সভাপতির পদ থেকে সরে যেতে পারেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। শিক্ষা মহলের বক্তব্য, এবার মাধ্যমিকে প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের দায়িত্ব হ্রাস করে প্রত্যেকটি কেন্দ্রে পর্ষদের প্রতিনিধি ও সরকারি কর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে। একাধিক শিক্ষক সংগঠন এই নির্দেশকে সামনে রেখেই প্রশ্ন ফাঁসের দায়িত্ব পর্ষদের ঘাড়ে চাপানোর দাবি তুলেছে।

নদিয়ার তেহট্টে বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩২ ]

The post প্রহসন অব্যাহত, মাধ্যমিকের পঞ্চম দিনেও ফাঁস প্রশ্নপত্র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement