shono
Advertisement

‘জরাজীর্ণ রাস্তার জন্য ছেলেদের বিয়ে হচ্ছে না’, ‘দিদির দূত’কে কাছে পেয়েই নালিশ গ্রামবাসীদের

কী বললেন বিধায়ক?
Posted: 06:37 PM Mar 26, 2023Updated: 06:37 PM Mar 26, 2023

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: গ্রামের একমাত্র রাস্তা বেহাল। তাই বিয়ে হয় না গ্রামের ছেলেদের! ‘দিদির দূত’ বাগদার বিধায়ককে এমনই অভিযোগ করলেন স্থানীয়রা। অভিযোগ পেয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিলেন বিধায়ক। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বাগদার কোনিয়ারা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধুলুনি এলাকা।

Advertisement

সামনেই পঞ্চায়েত ভোট। সেই নির্বাচনকে পাখির চোখ করে জনসংযোগে জোড় দিয়েছে সব দল। দিদির সুরক্ষা কবচ কর্মসূচি শুরু করেছে তৃণমূল। ‘দিদির দূতে’রা বাড়ি বাড়ি গিয়ে শুনছেন আমজনতার সমস্যা। এই কর্মসূচির অংশ হিসেবে রবিবার বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস গিয়েছিলেন স্থানীয় কোনিয়ারা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধুলুনি এলাকায়৷ সেখানেই বিধায়ককে ঘিরে ধরেন গ্রামবাসীরা। নালিশ জানান করেন রাস্তা নিয়ে।

[আরও পড়ুন:  এনামুলের থেকে ৫ কোটি নিয়েছেন দেব, শ্রীকান্ত মোহতাও দুর্নীতিগ্রস্থ! তোপ হিরণের, পালটা দিলেন সায়নী]

স্থানীয়রা জানান, ওই রাস্তাটি এলাকার একমাত্র রাস্তা। সেটি ঝামা ইটের হলেও তা বেহাল। ফলে কেউ ওই গ্রামে যেতে চান না। রাস্তার কারণে গ্রামের ছেলেদের বিয়ে হচ্ছে না। পাত্রীপক্ষ ছেলে দেখতে এলে রাস্তা দেখে সম্বন্ধ বাতিল করে দিচ্ছেন। অভিযোগ পেয়ে বিশ্বজিৎবাবু গ্রামবাসীকে ভরসা দিয়ে বলেন, “শীঘ্রই পিচের রাস্তা তৈরি করা হবে। টেন্ডার হয়ে গিয়েছে। ২৮ শে মার্চ মুখ্যমন্ত্রী রাস্তার কাজের শিলান্যাস করবেন।”

[আরও পড়ুন:  বিয়ের আগেই পাত্রীকে খুন হবু বরের! অভিযুক্তের ফাঁসির দাবিতে অবরোধ জলপাইগুড়িতে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement