সুমন করাতি, হুগলি: কার্তিক পুজোয় দাদুর বাড়িতে বেড়াতে এসে গঙ্গায় তলিয়ে মৃত্যু হল এক নাবালিকার। স্থানীয়দের তৎপরতায় উদ্ধার করা হয়েছে আরও এক নাবালিকাকে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে হুগলির বলাগড় ভবানীপুর চর গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত নাবালিকার নাম সহেলী সাহা। বয়স ১৪ বছর। সে নবম শ্রেণির ছাত্রী। পূর্ব বর্ধমানের মেমারি থেকে হুগলির বলাগড়ে দাদুর বাড়িতে বেড়াতে আসে ওই নাবালিকা। এদিন সকালে তার সঙ্গে আসা আত্মীয় স্বর্ণালী বিশ্বাস ও তিথি বিশ্বাসের সঙ্গে স্থানীয় গঙ্গায় স্নান করতে যায় সহেলী। তিথি সঙ্গে গেলেও জলে নামেননি। জানা যায়, দুই নাবালিকা স্বর্ণালী ও সহেলী গঙ্গার পাড়ে থাকা একটি নৌকাতে দাঁড়াতেই সেটি উলটে যায়। দুজনকে ভেসে যেতে দেখে চিৎকার করে আশপাশের লোককে ডাকেন তিথি।
স্বর্ণালীকে উদ্ধার করা গেলেও তলিয়ে যায় সহেলী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। খবর দেওয়া হয় বির্পযয় মোকাবিলা দলকে। তল্লাশির পর নাবালিকার দেহ উদ্ধার করা হয়। তিথি বিশ্বাস জানাচ্ছেন, "আমি পাড়েই দাঁড়িয়ে ছিলাম। ওদের স্নানের পর আমার নামার কথা ছিল। হঠাৎ দুজন তলিয়ে যেতে থাকে। আমার চিৎকার শুনে আশপাশের লোকরা ছুটে আসে। স্বর্ণালীকে উদ্ধার করা হয়। কিন্তু সহেলী তলিয়ে যায়।" ঘটনায় স্বাভাবিক ভাবেই পরিবারে শোকের ছায়া। কী করে এমন ঘটে গেল বুঝতে পারছেন না কেউ।