সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০২ সালের গোধরা কাণ্ড অবলম্বনে তৈরি সিনেমা 'দ্য সবরমতী রিপোর্ট'-এ (The Sabarmati Report) অভিনয়ের জন্য সম্প্রতি খুনের হুমকি পান বিক্রান্ত মাসে। ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই এই ছবির সঙ্গী ছিল বিতর্ক। তবে রিলিজের তিন দিনের মাথাতেই এল খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে প্রশংসা। বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে আপাতত উচ্ছ্বসিত ছবির প্রযোজক একতা কাপুর (Ekta Kapoor)।
রবিবার এক্স হ্যান্ডেলে 'দ্য সবরমতী রিপোর্ট' ছবির ভূয়সী প্রশংসা করে মোদি লেখেন, 'সত্যিটা এই ছবির মাধ্যমে উন্মোচিত হয়ে খুব ভালো হল। যেখানে সাধারণ মানুষের কাছেও সত্যিটা পৌঁছে যাবে। ভুয়ো তথ্য কিংবা অপপ্রচারের আয়ু খুব বেশিদিন হয় না। স্বাভাবিকভাবেই সত্যিটা বেরিয়ে আসে।' প্রধানমন্ত্রীর সেই এক্স হ্যান্ডেল পোস্ট শেয়ার করে ধন্যবাদ জানিয়েছেন প্রযোজক একতা কাপুরও। তিনি লেখেন, ''দ্য সবরমতী রিপোর্ট' নিয়ে আপনার এহেন ইতিবাচক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সাহস জোগালেন আপনি। আপনার এহেন প্রশংসাই প্রমাণ যে, আমরা সঠিক পথেই যাচ্ছি। এতটা সমর্থন এবং ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ।'
গোধরা কাণ্ড নিয়ে এই ছবি যে বিতর্কের মুখে পড়বে, তা আগেই আন্দাজ করেছিল ছবির টিম। তবে বিতর্কের সঙ্গে সঙ্গে যে প্রাণনাশের হুমকিও জুটবে, তা স্বপ্নেও ভাবেননি মুখ্য অভিনেতা বিক্রান্ত মাসে। ছবিতে, বিক্রান্ত একজন স্থানীয় সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন। তাঁর এক সহকর্মীর ভূমিকায় রাশি খান্না রয়েছেন। সম্প্রতি 'দ্য সবরমতী রিপোর্ট' ছবির প্রচারেই বিক্রান্ত জানান, "প্রাণনাশের হুমকিবার্তা পাচ্ছি। আমরা ছবির গোটা টিম বিষয়টি দেখছি এবং সবাই মিলে পরিস্থিতির সামাল দিচ্ছি। আমরা শিল্পী। আমরা গল্প বলি। ছবি পুরোপুরি তথ্য ভিত্তিক। এটা বলতে পারি, ছবি এখনও মুক্তি পায়নি, তাই আগে থেকেই কোনও ভ্রান্ত ধারণা তৈরি করা উচিত নয়।"