shono
Advertisement

এবার চলন্ত ট্রেনে নীতি পুলিশি, ভিডিও প্রকাশ করে ফেসবুকে সোচ্চার মহিলা

ভিডিওর সূত্র ধরে শুরু হয়েছে তদন্ত৷ The post এবার চলন্ত ট্রেনে নীতি পুলিশি, ভিডিও প্রকাশ করে ফেসবুকে সোচ্চার মহিলা appeared first on Sangbad Pratidin.
Posted: 06:25 PM Jun 25, 2018Updated: 06:55 PM Jun 25, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরুটা হয়েছিল মাটির তলায়, কলকাতা মেট্রোতে৷ এখন সেই বিষ বাষ্প ছড়িয়ে পড়েছে শহরের বাতাসে৷ সেজন্যই চলন্ত বাসে মহিলাদের দেখে স্বমেহন করার সাহস দেখায় কেউ৷ অথবা মেলার ভিড়ে সুযোগ বুঝে নাবালিকার সঙ্গে অশ্লীল আচরণ করার মতো বুকের পাটা হয় কারও৷ আবার, শনিবার শিয়ালদহ থেকে বারাকপুরগামী ট্রেনে এক মহিলার সঙ্গে যে অভব্য আচরণ করা হয়েছে, তাও সম্ভবপর হয় প্রগতিশীল এই শহর কলকাতাতেই৷

Advertisement

[তাড়া করে গাড়ির যন্ত্রাংশ পাচার চক্রের পাঁচ দুষ্কৃতীকে ধরল পুলিশ]

আগের ঘটনাগুলিতে অনেক যুক্তিতক্কো আওড়ানো হয়েছে৷ বিতর্কের ঝড় উঠেছে নীতি পুলিশি নিয়ে৷ গাল ভরা নৈতিকতার পাঠ পড়িয়েছেন অনেকে৷ কতটা বদলেছে শহরের মানসিকতা, সেই প্রশ্নটা কিন্তু রয়েই গিয়েছে৷ ঠিক কী ঘটেছিল শনিবার রাতে? ফেসবুকে নিজের প্রোফাইলে ওই মহিলা বিস্তারিতভাবে তা তুলে ধরেন৷ জানান, শিয়ালদহ থেকে নিজের পুরুষ সঙ্গীকে নিয়ে নিজের বারাকপুরের বাড়িতে ফিরছিলেন তিনি৷ ট্রেনে ভিড় ও গরম থাকায় অন্যান্যদের একটু বসার জায়গা দেওয়ার অনুরোধ করেন তিনি৷ অভিযোগ, তারপর থেকেই তাঁদের প্রতি কার্যত মারমুখী হয়ে ওঠেন কয়েকজন ব্যক্তি৷ প্রথমে তাঁকে বলা হয় মহিলাদের জন্য নির্দিষ্ট করে রাখা কামরায় চলে যেতে৷ তারপর কু-রুচিকর মন্তব্য করা হয় তাঁর পোশাক নিয়েও৷ বলা হয়, মেট্রোর ঘটনার জন্য দায়ি এই প্রজন্ম৷

[বৃহস্পতিবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টি, পরিস্থিতির উপর কড়া নজর রাজ্যের]

জানা গিয়েছে, এরপর ওই মহিলা ও তাঁর পুরুষ সঙ্গী গন্তব্য স্টেশনে নেমে যান৷ অভিযোগ জানান, জিআরপি-তে৷ সূত্রের খবর, অভিযোগ পাওয়ার পর ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে জিআরপি৷ মহিলাটি যে ভিডিও প্রকাশ করেছে তার সূত্র ধরেই চলছে তদন্ত৷

The post এবার চলন্ত ট্রেনে নীতি পুলিশি, ভিডিও প্রকাশ করে ফেসবুকে সোচ্চার মহিলা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement