সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর (Durga Puja 2022) ঢাকে কাঠি পড়ে গিয়েছে দিন কয়েকআগেই। মহালয়া থেকেই শুরু হয়ে গিয়েছে প্যান্ডেল হপিং। মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড়। এর মাঝে গত কয়েকদিনের করোনা গ্রাফ উদ্বেগ বাড়িয়েছিল। তবে গত ২৪ ঘণ্টার কোভিড গ্রাফে সামান্য হলেও স্বস্তি। কারণ কিছুটা কমেছে সংক্রমণ। একদিনে করোনার বলি ২।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের কোভিড পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৮৪ জন। যা আগের দিন ছিল ৩০৯। অর্থাৎ এক ধাক্কায় সংক্রমণ খানিকটা কমেছে। ফলে এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২১, ১৪,২৫৯। মৃত্যু হয়েছে ২ জনের। মোট করোনার বলি ২১, ৫০৫ জন। একদিনে মহামারীর কবল থেকে মুক্ত হয়েছেন ২৫৯ জন, আগেরদিন তা ছিল সামান্য কম। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৯৮.৮৩ শতাংশ। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ২০,৮৯,৫৬১ জন। এই মুহূর্তে অ্যাকটিভ কোভিড রোগীর সংখ্যা ৩১৯৩, যার মধ্যে ৯৪ জন রোগী ভরতি হাসপাতালে।