shono
Advertisement

সিউড়িতে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, ধারালো অস্ত্রের কোপে কাটা গেল পুরুষাঙ্গও

চাঞ্চল্য কড়িধ্যা গ্রামে। The post সিউড়িতে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, ধারালো অস্ত্রের কোপে কাটা গেল পুরুষাঙ্গও appeared first on Sangbad Pratidin.
Posted: 03:29 PM May 31, 2018Updated: 03:44 PM May 31, 2018

নন্দন দত্ত, বীরভূম: পরনে পোশাক নেই। বাঁ হাতে ও বুকে ধারালোর অস্ত্রের ক্ষত। এমনকী, কেটে নেওয়া হয়েছে পুরুষাঙ্গটিও। এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল বীরভূমের সিউড়িতে। বৃহস্পতিবার সকালে সিউড়ির কড়িধ্যা গ্রামের ডোমপাড়ায় মৃতদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তদন্তে সিউড়ি থানার পুলিশ।

Advertisement

[এবার দু্র্গাপুরে ছড়াল ট্যারান্টুলার আতঙ্ক, তটস্থ সাধারণ মানুষ]

মৃতের নাম সুব্রত অঙ্কুর। বাড়ি সিউড়ি থানারই চাকদহ গ্রামে। সিউড়ি শহরে একটি মোটর বাইক শোরুমে কাজ করতেন সুব্রত। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে  সিউড়িতে সহকর্মী সঞ্জয় দাসের বাড়িতে একটি অনুষ্ঠান ছিল। তাই রাতে চাকদহ গ্রামের বাড়িতে ফেরেননি সূব্রত। ছেলে যে রাতে বাড়ি ফিরবে না, তা জানতেন পরিবারের লোকেরা। মৃতের বাবা স্বপন অঙ্কুর বলেন, বুধবার রাতে বাড়ি না ফেরার কথা আগেই জানিয়েছিলেন সুব্রত। কিন্তু, কীভাবে খুন হয়ে গেলেন ওই যুবক?  কারাই বা তাঁকে এত নৃশংসভাবে খুন করল?  তা নিয়ে রহস্য ঘনিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে সিউড়ি থানার পুলিশ।

[গায়ে পা লাগায় লেবার রুমেই প্রসূতিকে মার ক্ষিপ্ত চিকিৎসকের]

বৃহস্পতিবার সকালে সিউড়ির কড়িধ্যা গ্রামের ডোমপাড়া সুব্রতর ক্ষতবিক্ষত নগ্ন মৃতদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মৃতদেহের বাঁ হাতের কবজি ধারালো অস্ত্র দিয়ে কেটে নিয়েছে আততায়ীরা। থেঁতলে গিয়েছে কপাল। চিরে দেওয়া হয়েছে বুক। এমনকী, মৃতদেহে পুরুষাঙ্গটিও ছিল না। ধারালো অস্ত্র নিয়ে অঙ্গটি কেটে নেওয়া হয়েছে। ঘটনায় এলাকার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় সিউড়ি থানায়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তদন্তকারীদের দাবি, সাধারণভাবে ময়নাতদন্ত করলে, মৃতদেহ এমন ক্ষত তৈরি হয়। এক্ষেত্রেও প্রাথমিকভাবে তেমনটাই মনে করা হয়েছিল। কিন্তু, মৃত যুবকের পরিচয় প্রকাশ্যে আসার পরই ঘটনার অন্যদিকে মোড় নেয়। সুব্রত যে খুন হয়েছেন, তা নিয়ে আর কোনও সন্দেহ নেই পুলিশের। ঘটনার তদন্তে নেমেছে সিউড়ি থানার পুলিশ।

[নদীর হারিয়ে যাওয়া গতিপথের হদিশ দেবে গুগল ম্যাপ]

The post সিউড়িতে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, ধারালো অস্ত্রের কোপে কাটা গেল পুরুষাঙ্গও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement