সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের শুরুতেই বাঁকুড়ার পাঁচমুড়া কলেজে আয়োজিত হয়েছে এনসিসি ক্যাম্প। অংশ নেয় বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার ২৩টি স্কুল ও কলেজের মোট ৪০০ জন পড়ুয়া। তাঁদের প্রশিক্ষণের দায়িত্বে ছিল খড়গপুর গ্রুপ হেড কোয়ার্টার এবং পশ্চিমবঙ্গ ও সিকিম এনসিসি ডিরেক্টরেট। তাঁদের তত্ত্বাবধানে ১০ দিন ব্যাপী শিবির চলে বিষ্ণুপুরের পাঁচমুড়া কলেজে।
৩ জানুয়ারি শুরু হয়েছিল এনসিসি ক্যাম্প। চলে ১২ তারিখ পর্যন্ত। সেখানে বন্দুক চালানো, শারীরিক কসরতের মতো বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয় এনসিসি ক্যাডেটদের। দৈহিক শক্তির পাশাপাশি পড়ুয়াদের মনের জোর বাড়াতে ক্যাম্পে ছিল মোটিভেশনাল স্পিচের ব্যবস্থাও। জেনেসিস হাসপাতালের সিইও ড. পূর্ণেন্দু রায় মোটিভেশন ও লিডারশিপ নিয়ে বক্তব্য রাখেন। ১১ তারিখ ক্যাম্পে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। উপস্থিত ছিলেন খড়গপুর গ্রুপ হেড কোয়ার্টারের গ্রুপ কমান্ডার, বাঁকুড়ার জেলাশাসক, বিষ্ণুপুরের মহকুমা শাসকও। তাঁরা এনসিসি ক্যাডেটদের শুভেচ্ছাও জানান।
[আরও পড়ুন: বিমান ছাড়তে দেরি, ঘোষণা শুনেই পাইলটের মুখে সজোরে ঘুসি যাত্রীর! ভাইরাল ভিডিও]
কী এই এনসিসি? কম বয়স থেকেই যাতে দেশাত্মবোধ তৈরি করতে NCC বা ন্যাশনাল ক্যাডেট কর্পস তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছিল। ১৯৫০ সালে তৈরি হয় এনসিসি। তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তত্ত্বাবধানে তৈরি হয়েছিল সিলেবাস। সেখানে সেনাবাহিনীর প্রশিক্ষণের পাশাপাশি যুক্ত করা হয় নৌসেনা ও বায়ুসেনার প্রশিক্ষণও। পাশাপাশি সামাজিক কাজকর্মের শিক্ষাও দেওয়া হয় ক্যাডেটদের।