shono
Advertisement

Breaking News

Hill Politics

গোর্খাল্যান্ডই টার্গেট! হামরো পার্টি ভেঙে ফের নতুন দল পাহাড়ে

নয়া দল পাঁচটি দাবি নিয়ে কাজ করবে।
Published By: Paramita PaulPosted: 04:29 PM Dec 23, 2024Updated: 04:29 PM Dec 23, 2024

ধনরাজ তামাং, দার্জিলিং: জল্পনার অবসান। অবশেষে পাহাড়ের রাজনীতিতে শুরু নয়া সমীকরণ।
কয়েক মাসে রীতিমতো ধূমকেতুর মতো উঠে আসা অজয় এডওয়ার্ডের হামরো পার্টি ভেঙে আত্মপ্রকাশ করল 'ইন্ডিয়ান গোর্খা জনশক্তি পার্টি'। রবিবার দার্জিলিং শহরের জিমখানায় বিশেষ সম্মেলন মঞ্চ থেকে ওই দলের নাম ঘোষণা করেন অজয় এডওয়ার্ড স্বয়ং। দাবি পাহাড় উন্নয়নের অছিলায় সেই গোর্খাল্যান্ড। নতুন দলের আহ্বায়ক হয়েছেন অজয়। তিনি বলেন, "পাহাড়ের রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধানের জন্য এই দল গঠন করা হয়েছে। দল পাঁচটি দাবিকে প্রাধান্য দিয়ে কাজ করবে।"

Advertisement

২০২১ সালের ২৫ নভেম্বর হামরো পার্টি তৈরি করেছিলেন অজয় এডওয়ার্ড। সেই দল দার্জিলিং পুরসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে চমক দেয়। কিন্তু দলের কাউন্সিলরদের ধরে রাখতে গিয়ে বিপাকে পড়ে হামরো পার্টি। ওই সময় অনীত থাপারও দ্রুত উত্থান ঘটে। একের পর এক কাউন্সিলরকে নিজের দিকে টানা শুরু করেন অনীত। পিছু হটেন অজয়। এরপর তাঁর রাজনৈতিক অবস্থান কী হবে তা নিয়ে পাহাড়ে জল্পনা শুরু হয়। কিন্তু রাজনীতি থেকে সরে যাননি অজয়। বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে জনসংযোগ বাড়িয়ে চলেন। একের পর এক সভা করেন।

এরপর এদিন রবিবার থেকে শুরু হল সেই অজয় এডওয়ার্ডের নতুন দল। নাম 'ইন্ডিয়ান গোর্খা জনশক্তি পার্টি'। এই পার্টিতে পাহাড়ের রাজনৈতিক একাধিক চেনা মুখ দেখা গিয়েছে। তাঁদের মধ্যে অন্যতম প্রদীপ প্রধান, এন বি খাওয়াস, প্রকাশ গুরুং, সারদা রাই সুব্বা, মহেন্দ্র ছেত্রী প্রমুখ। নতুন দলের তরফে দাবি করা হচ্ছে, জিএনএলএফ, গোর্খা জনমুক্তি মোর্চা, তৃণমূলের বহু নেতা এই নতুন দলে যোগ দিয়েছেন। অনেকে যোগাযোগ রাখছেন। জানা গিয়েছে, পাহাড়ের উন্নয়নের দাবিতে সরব হচ্ছে এই দল। এদিন দল গঠনের পরই পাহাড়ের রাজনৈতিক মহলে ২০২৬ বিধানসভা ভোটের চালচিত্র নিয়ে। জল্পনা শুরু হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অবশেষে পাহাড়ের রাজনীতিতে শুরু নয়া সমীকরণ।
  • অজয় এডওয়ার্ডের হামরো পার্টি ভেঙে আত্মপ্রকাশ করল 'ইন্ডিয়ান গোর্খা জনশক্তি পার্টি'।
  • ২০২১ সালের ২৫ নভেম্বর হামরো পার্টি তৈরি করেছিলেন অজয় এডওয়ার্ড।
Advertisement