shono
Advertisement

Breaking News

RG Kar

অভয়াকে স্মরণে অভিনব উদ্যোগ, বিয়েবাড়িতে আর জি করের নির্যাতিতার প্রতীকী ছবি

কেন এই সিদ্ধান্ত?
Published By: Tiyasha SarkarPosted: 03:46 PM Nov 20, 2024Updated: 04:15 PM Nov 20, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঁকুড়ার বিয়েবাড়িতে অভয়াকে স্মরণ। দুই চিকিৎসকের বউভাতের অনুষ্ঠানে দেখা গেল আর জি করের নির্যাতিতার প্রতীকী ছবি। স্বাভাবিকভাবে জীবনযাপন করলেও বিচারের দাবিতে অনড় তাঁরা, লড়াই চলবে, এই বার্তা দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন নবদম্পতি।

Advertisement

আর জি কর কাণ্ডের পর একশো দিন পেরিয়েছে। মামলা চলছে সুপ্রিম কোর্ট ও শিয়ালদহ আদালতে। সুবিচারের দাবিতে জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সমাজের সব স্তরের মানুষ সোচ্চার হচ্ছেন। প্রত্যেকে নিজের মতো করে প্রতিবাদ জানাচ্ছেন। সুবিচারের দাবিতে সুর তুলছেন। এই পরিস্থিতিতে প্রতিবাদ জানাতে অভিনব পদ্ধতি বেছে নিলেন চিকিৎসক অয়ন মিদ্যা এবং তাঁর স্ত্রী শিক্ষিকা ঊষসী কর। ঠিক কী করেছেন তাঁরা? তাঁদের বউভাতের অনুষ্ঠানে দেখা গেল অভয়ার প্রতীকী ছবি। নিচে লেখা, "তিলোত্তমা, ভয় নাই।" কিন্তু কেন? কী যুক্তিতে বিয়ে বাড়িতে রাখা হল এই ছবি? পাত্র অয়ন জানান, "অভয়া আমার বোনের মতো। তিনি বেঁচে থাকলে তাঁর বিয়ের আয়োজন এই সময় হতো। আমরা ওকে ভুলিনি, ভুলন না। তা মনে করাতেই এই উদ্যোগ।" নবদম্পতির শপথ, "নির্যাতিতার বিচার আদায় করেই ছাড়ব।"

উল্লেখ্য, গত ৮ আগস্ট নাইট শিফট ছিল তরুণী চিকিৎসকের। পরদিন আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সেমিনার হল থেকে তাঁর দেহ উদ্ধার হয়। অভিযোগ, ধর্ষণ ও খুন করা হয়েছে তাঁকে। এই ঘটনার পর থেকে ফুঁসছে প্রায় গোটা রাজ্য। আন্দোলনে শামিল চিকিৎসকরা। দু'দফায় কর্মবিরতি করেন জুনিয়র চিকিৎসকরা। সুবিচারের দাবিতে ‘রাত দখল’ এবং ‘ভোর দখল’ও করেন আন্দোলনকারীরা। দফায় দফায় রাজপথে মিছিলও করেছেন তাঁরা। এদিকে তদন্তভার হাতে পেয়েই রহস্যভেদে ঝাঁপিয়েছেন সিবিআই আধিকারিকরা। গ্রেপ্তার হয়েছেন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। চলছে বিচারপর্ব। তবে ঠিক কী ঘটেছিল, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাঁকুড়ার বিয়েবাড়িতে অভয়াকে স্মরণ।
  • দুই চিকিৎসকের বউভাতের অনুষ্ঠানে দেখা গেল আর জি করের নির্যাতিতার প্রতীকী ছবি।
  • স্বাভাবিকভাবে জীবন যাপন করলেও বিচারের দাবিতে অনড় তাঁরা, লড়াই চলবে, এই বার্তা দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন নবদম্পতি।
Advertisement