shono
Advertisement
Maha Kumbh

মহাকুম্ভে অমৃতস্নানে গিয়ে মৃত্যু সিউড়ির বৃদ্ধার, কীভাবে প্রাণহানি? খোঁজ নিচ্ছে প্রশাসন

গত সোমবার ৩১ জনের একটি দলের সঙ্গে কুম্ভ মেলায় গিয়েছিলেন গায়ত্রীদেবী।
Published By: Subhankar PatraPosted: 10:25 PM Jan 31, 2025Updated: 10:32 PM Jan 31, 2025

নন্দন দত্ত, সিউড়ি: কুম্ভমেলায় গিয়ে মৃত্যু হল বীরভূমের আরও একজনের। অমৃতস্নানে গিয়ে নিখোঁজ হয়ে যান রামপুরহাট পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাউরি পাড়ার বাসিন্দা গায়ত্রী দে। শুক্রবার তাঁর বাড়িতে মৃত্যুর খবর আসে। বৃদ্ধার দেহ রামপুরহাট পৌঁছে দেওয়ার আবেদন করেছে পরিবার। 

Advertisement

গত সোমবার ৩১ জনের একটি দলের সঙ্গে মহাকুম্ভ মেলায় গিয়েছিলেন বছর ৫৮-য়ের গায়ত্রীদেবী। তবে মঙ্গলবার রাত ৮টার পর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানায় পরিবার। তবে গায়ত্রী দেবী মেলায় পৌঁছনোর প্রথম দিন পরিবারের সঙ্গে কথা বলেন। তাঁদের তিনি জানান, স্নান করে ফের ফোন করবেন। সেই শেষ বার।

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি। তাঁকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। মেলা কর্তৃপক্ষের কাছে নিখোঁজ হওয়ার বিষয়টি জানিয়ে সাহায্য চান। এরপরই শুক্রবার তাঁর মৃত্যুর খবর আসে পরিবারের কাছে। এ নিয়ে কুম্ভমেলায় গিয়ে বীরভূমের দুজনের মৃত্যু হল। গত ১৬ জানুয়ারি মৃত্যু হয় সিউড়ির ব্যাঙ্কের  অবসর প্রাপ্তকর্মী ব্রততী দাসের। এবার মারা গেলেন গায়ত্রী দে। রামপুরহাট মহকুমা শাসক সৌরভ পাণ্ডে জানান, "আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ করছি। কোথায়, কীভাবে মৃত্যু হল তা সরকারি ভাবে খোঁজ নিচ্ছি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কুম্ভমেলায় গিয়ে মৃত্যু হল বীরভূমের আরও একজনের।
  • কুম্ভমেলায় গিয়ে নিখোঁজ হয়ে যান রামপুরহাট পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাউরি পাড়ার বাসিন্দা গায়ত্রী দে।
  • শুক্রবার বাড়িতে তাঁর মৃত্যুর খবর আসে। দেহ রামপুরহাট পৌঁছে দেওয়ার আবেদন করেছে পরিবার।
Advertisement