shono
Advertisement
late night bus service i

রাত ১১টার পরও মিলবে বাস পরিষেবা, যাত্রীদের সুবিধায় শহরে সরকারি বাসের ‘লেট নাইট সার্ভিস’ চালু

দূরপাল্লার রুটে নতুন ৬টি ভলভো কিনছে সরকার।
Published By: Paramita PaulPosted: 12:08 AM Mar 04, 2025Updated: 12:08 AM Mar 04, 2025

নব্যেন্দু হাজরা: রাত ন’টার পর শহরের রাস্তায় সরকারি বাসের দেখা মেলে না। কমতে থাকে বেসরকারি বাসও। নিত‌্যযাত্রীদের এই অভিযোগ নতুন নয়। বরং পুরনোই। তাঁদের সুবিধার কথা মাথায় রেখেই এবার ‘লেট নাইট’ সার্ভিস চালু করেছে পরিবহণ নিগম। শহরের গুরুত্বপূর্ণ ২০টি রুটে রাত পৌনে ১১টায় ছাড়বে শেষ বাস। অর্থাৎ বাসের দেখা রাস্তায় পাওয়া যাবে প্রায় রাত ১২টা, সাড়ে ‌১২ টা পর্যন্ত। ফলে বেশি রাতে যারা অফিস-কাছারি থেকে বেরন, দোকান বন্ধ করে বাড়ি ফেরেন, তাঁদের ফিরতে আর কোনও অসুবিধা হবে না। সরকারি, বেসরকারি উভয় বাসই পাওয়া যাবে গুরুত্বপূর্ণ রুটগুলোতে। এর আগেও নাইট সার্ভিস চালু থাকলেও করোনাকাল থেকে তা বন্ধ হয়ে যায়। ফের তা চালু হচ্ছে।

Advertisement

এসি ২৪এ, এসি৫, এসি৫০এ, এসি ১২ডি, এসি ৩৯, ইবি ১৪, ই১, এস২৪, এস৭, এস৩এ, এস৩০, এস১২ডি, এসি ৩৭, এসি৪৭, এসি৫৪, এস১২, এস১০এ, এস৩১, ই৩২, এস২২ এই সমস্ত রুটগুলোতে এই বিশেষ পরিষেবা মিলবে। সোম থেকে শুক্র এই পরিষেবা মিলবে বলে জানানো হয়েছে। বাসগুলো ধর্মতলা, এক্সাইড, রাসবিহারি, টালিগঞ্জ মেট্রো, কামালগাজি, রুবি, বেলেঘাটা বিল্ডিং মোড়, উল্টোডাঙা, ডানলপ, শ‌্যামবাজার, গিরীশ পার্ক, ঠাকুরপুকুর, বেহালা ১৪ নম্বর, তারাতলা, সায়েন্সসিটি, খিদিরপুর, পার্ক সর্কাস, পিটিএস এই সমস্ত গুরুত্বপূর্ণ মোড়গুলো কভার করছে এই বাসগুলো। এর পাশাপাশি দূরপাল্লার রুটের জন‌্য ৬টি নতুন ভলভো বাস কিনছে রাজ‌্য সরকার। ৪৩ সিটের এই বাসগুলোর একেকটির দাম প্রায় সওয়া এক কোটি টাকা। পরিবহণ নিগমের হাতে এখন প্রায় ৭০টি ভলভো বাস রয়েছে। তবে রক্ষণাবেক্ষণের কাজ চলায় বেশিরভাগই এখন ডিপোয়। সেগুলো সারিয়ে দ্রুত নামানো হবে বলে জানিয়েছন পরিবহন নিগমের কর্তারা।

রাস্তায় সরকারি বাসের সংখ‌্যা নিয়ে নবান্নের প্রশাসনিক বৈঠকে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে সতর্ক করেছিলেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়। জানিয়েছিলেন, রাস্তায় বাসের ট্রিপ বাড়াতে। আর তারপর থেকেই শহরের রাস্তায় সরকারি বাসের সংখ‌্যা অনেকটাই বেড়েছে বলে জানাচ্ছেন যাত্রীরাও। পাশাপাশি রাত বাড়তে হাতে গোণা কয়েকটি রুট ছাড়া আর বাস পাওয়া যেত না বলে যে অভিযোগ ছিল, তাও আর থাকবে না বলেই জানাচ্ছেন পরিবহন নিগমের আধিকারিকরা। এসি, নন-এসি দুই বাসই চালু ইতিমধ্যেই হয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ‌্য, রাতে যাত্রীদের সুবিধায় নাইট সার্ভিস চালু করেছে কলকাতা মেট্রো। শেষ মেট্রো দুই প্রান্তিক স্টেশন ছাড়ে রাত ১০টা ৪০ মিনিটে। সেই মতো এবার শেষ বাসও ডিপো থেকে বেরবে রাত ১০টা ৪৫ নাগাদ। তা প্রত্যেক রুটের যা দূরত্ব, তাতে গন্তবে‌্য পৌঁছতে ওই বাসের রাত ১২টা বেজে যাবে। অর্থাৎ রাত ১১টা, সাড়ে ১১টা নাগাদও রাস্তায় নির্দিষ্ট স্টপেজ থেকে বাস পাবেন যাত্রীরা। ফলে বাস না পেয়ে তাঁদের বাড়তি টাকা খরচ করে ক‌্যাব, বাইক ট‌্যাক্সি বুক করতে হবে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাত ন’টার পর শহরের রাস্তায় সরকারি বাসের দেখা মেলে না। কমতে থাকে বেসরকারি বাসও।
  • নিত‌্যযাত্রীদের এই অভিযোগ নতুন নয়। বরং পুরনোই।
  • তাঁদের সুবিধার কথা মাথায় রেখেই এবার ‘লেট নাইট’ সার্ভিস চালু করেছে পরিবহণ নিগম।
Advertisement