shono
Advertisement
Bongaon

বনগাঁয় নগর সংকীর্তনে বেরিয়ে বিপত্তি! জেনারেটরে চুল জড়িয়ে মৃত্যু বৃদ্ধার

হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
Published By: Subhankar PatraPosted: 08:28 PM Dec 03, 2025Updated: 08:33 PM Dec 03, 2025

জ্যোতি চক্রর্বতী, বনগাঁ: নগর সংকীর্তনে বেরিয়ে মর্মান্তিক পরিণতি বৃদ্ধার। অসুস্থ বোধ করায় জেনারেটর ভ্যানে বসাটাই কাল! জেনারেটরের চাকায় চুলে আটকে ক্ষতবিক্ষত হল মাথা! ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বুধবার ঘটনাটি ঘটেছে বনগাঁ থানা এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধার নাম কাননবালা দে। বয়স ৭০ বছর। কাননবালা বুধবার সকালে একটি নগরকীর্ত্তন দলের সঙ্গে নগরযাত্রায় বেরিয়েছিলেন। সঙ্গে ছিলেন তাঁর পরিচিতরা। বাড়ি থেকে বেরিয়ে নগর পরিক্রমা চলাকালীন হঠাৎ অসুস্থ বোধ করতে থাকেন বৃদ্ধা। নগর পরিক্রমা দলের সঙ্গে থাকা একটি জেনারেটের ভ্যানের উপর গিয়ে বসেন। সেই সময় অসাবধানতাবশত তাঁর চুল জড়িয়ে যান জেনারেটরের চাকায়।

ক্ষতবিক্ষত হয় মাথা। তাঁর চিৎকার শুনে জেনারেটর বন্ধ করার আগে সব শেষ। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নগর পরিক্রমা দলে উপস্থিত অনেকে এই দৃশ্য দেখে আঁতকে উঠে। বৃদ্ধার এই মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া এলাকায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নগরসংকীর্তনে বেরিয়ে মর্মান্তিক পরিণতি বৃদ্ধার।
  • অসুস্থ বোধ করায় জেনারেটর ভ্যানে বসাটাই কাল! জেনারেটরের চাকায় চুলে আটকে ক্ষতবিক্ষত হল মাথা!
  • ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বুধবার ঘটনাটি ঘটেছে বনগাঁ থানা এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Advertisement