shono
Advertisement

এনআরসি আতঙ্কে নথি সংশোধনের লাইনে দাঁড়িয়ে মৃত বালুরঘাটের বাসিন্দা

এনআরসির আতঙ্ক গ্রাস করছে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের। The post এনআরসি আতঙ্কে নথি সংশোধনের লাইনে দাঁড়িয়ে মৃত বালুরঘাটের বাসিন্দা appeared first on Sangbad Pratidin.
Posted: 12:37 PM Sep 20, 2019Updated: 09:16 PM Sep 20, 2019

রাজা দাস, বালুরঘাট: এনআরসির জন্য ইতিমধ্যেই জেলায় জেলায় শুরু হয়েছে নথি সংশোধনের কাজ। বিডিও অফিসে সেই নথি সংশোধনের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বিডিও অফিসে। এদিনের ঘটনায় শোকস্তব্ধ মৃতের পরিবার। 

Advertisement

[আরও পড়ুন: সিআইডি অফিসারের ছেলেকে পিটিয়ে খুন, বিক্ষোভ-পালটা বিক্ষোভে উত্তপ্ত পুরুলিয়া]

বাংলায় এনআরসি হলে কী হতে পারে, সেই আতঙ্ক ইতিমধ্যেই গ্রাস করেছে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের। নথিপত্রের যা ভুলত্রুটি আছে সেসব সংশোধনে তৎপর হয়ে উঠেছেন তারা। প্রশাসনের তরফেও শুরু করা হয়েছে নথি সংশোধনের কাজ। জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্তের মতোই বালুরঘাট বিডিও অফিসেও নথি সংশোধনের কাজ চলছিল। শুক্রবার সকাল ৭ টা থেকেই বালুরঘাট বিডিও অফিসে সেই নথি সংশোধনের লাইনে দাঁড়ান এলাকার একাধিক বাসিন্দা। বেলা ১১ টা নাগাদ হঠাৎই লাইনে দাঁড়ানো এক ব্যক্তি অসুস্থ বোধ করেন। এরপর আচমকা মাথা ঘুরে পড়ে যান তিনি। অসুস্থ অবস্থায় লাইনে থাকা অন্যান্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই কান্নায় ভেঙে পড়েছেন মৃতের পরিবারের সদস্যরা। 

কয়েকদিন আগেই অসমের নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। বাদ পড়েছে ১৯ লক্ষের নাম। বাংলাতেও এনআরসি হবে বলে একাধিকবার জানানো হয়েছে কেন্দ্রের তরফে। ফলে আতঙ্ক বেড়েছে এরাজ্যের সীমান্ত লাগোয়া বাসিন্দাদের। কী হবে ভেবেই ঘুম হারিয়েছেন অনেকে। এনআরসি’র জুজুতে রাত থেকেই ভোটার কার্ড ও আধার কার্ডের সংশোধনীর লাইনে দাঁড়াচ্ছেন মানুষ। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই একাধিক আধার সংশোধনী কেন্দ্র খোলা হয়েছে। সঙ্গে চলছে ভোটার কার্ড সংশোধনের কাজ। কিন্তু কী হবে ভবিষ্যৎ? আদৌ কি নাম থাকবে এনআরসি তালিকায়? তা ভেবেই কার্যত দিশেহারা রাজ্যবাসী। 

[আরও পড়ুন:পাঁচ টাকায় পোশাক, দুঃস্থদের কাছে যেন কল্পতরু শিলিগুড়ির ‘তারুণ্য’ বিপণী]

The post এনআরসি আতঙ্কে নথি সংশোধনের লাইনে দাঁড়িয়ে মৃত বালুরঘাটের বাসিন্দা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement