shono
Advertisement
MLA

এক ক্লিকেই দুয়ারে বিধায়ক! QR কোডেেই জানানো যাবে অভিযোগ

কোথায় মিলবে এই কিউআর কোড?
Published By: Tiyasha SarkarPosted: 08:20 PM Dec 23, 2024Updated: 08:20 PM Dec 23, 2024

অর্ণব দাস, বারাসত: বিধায়কের সঙ্গে যোগাযোগ করতে চান? যদি আপনি অশোকনগর বিধানসভার বাসিন্দা হয়ে থাকেন, তাহলে কোনও ঝক্কি পোহাতে হবে না। কিউআর কোড স্ক্যান করলেই যোগাযোগ করতে পারবেন বিধায়ক নারায়ণ গোস্বামীর সঙ্গে। বিধায়ক নিজেই জানালেন একথা।

Advertisement

অশোকনগর বিধানসভার গুমার মিলন মাঠে নাগরিক কনভেনশনের আয়োজন করেছিলেন তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। সেখানেই জনসংযোগ আরও নিবিড় করতে কিউআর কোডের মাধ্যমে যোগাযোগ স্থাপনের কথা বলেন তিনি। বিধায়কের কথায়, দোকানে কিছু কিনতে গিয়ে যেমন কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করা হয়, তেমনই বিধায়ককে সরাসরি অভিযোগ, মতামত জানানো যাবে কিউআর কোড স্ক্যান করে। জানা গিয়েছে, কিউআর কোড স্ক্যান করলে একটি ওয়েব পেজ খুলে যাবে। তাতেই বাসিন্দারা অভিযোগ, মতামত, বা কী প্রয়োজন তা জানাতে পারবেন।

জানা গিয়েছে, বিধানসভা এলাকার প্রতি নাগরিকের কাছে এই কিউআর কোড পাঠানোর পাশাপাশি জনবহুল স্থানেও তা লাগানো থাকবে। ফলে যে কেউ চাইলেই যোগাযোগ করতে পারবেন বিধায়কের সঙ্গে। এ বিষয়ে বিধায়ক জানিয়েছেন, একটি আইটি টিম কিউআর কোড কেন্দ্রিক তথ্য মনিটর করবে। তারাই বিধায়ককে সবটা জানাবে। ফলে দেখা না করেও নাগরিকরা তাদের দাবি জানাতে পারবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিধায়কের সঙ্গে যোগাযোগ করতে চান? যদি আপনি অশোকনগর বিধানসভার বাসিন্দা হয়ে থাকেন, তাহলে কোনও ঝক্কি পোহাতে হবে না।
  • কিউআর কোড স্ক্যান করলেই যোগাযোগ করতে পারবেন বিধায়ক নারায়ণ গোস্বামীর সঙ্গে।
  • বিধায়ক নিজেই জানালেন একথা।
Advertisement