shono
Advertisement
Raniganj

রানিগঞ্জে স্বর্ণবিপণির ডাকাতিতে মেঘালয় থেকে ধরপাকড়, গ্রেপ্তার পঞ্চম দুষ্কৃতী

এই ডাকাতির ঘটনায় এখনও পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হল।
Published By: Sayani SenPosted: 01:47 PM Jun 22, 2024Updated: 01:49 PM Jun 22, 2024

শেখর চন্দ্র, আসানসোল: রানিগঞ্জের বিখ্যাত স্বর্ণবিপণিতে ডাকাতির ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল পুলিশ। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট সূত্রে খবর, এবার মেঘালয় থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, ধৃত বিবেক চৌধুরী, বিহারের বাসিন্দা। এই ডাকাতির ঘটনায় এখনও পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হল। ভাইরাল হওয়া ডাকাতির সিসিটিভি ফুটেজে মোট সাতজনকে দেখা গিয়েছিল বলেই খবর। সে হিসাবে এখনও অধরা দুই দুষ্কৃতী।

Advertisement

উল্লেখ্য, গত ৯ জুন, রবিবার দুপুরে রানিগঞ্জের বিখ্যাত স্বর্ণবিপণির শোরুমে ডাকাতির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, মোট সাতজন দুষ্কৃতী ছিল। দুষ্কৃতীদল যখন লুটপাট চালাচ্ছিল তখন কাছাকাছি ব্যক্তিগত কাজে হার্ডওয়ারের দোকানে যান জামুরিয়া থানার শ্রীপুর ফাঁসির আইসি মেঘনাদ মণ্ডল। দোকান থেকে বেরিয়ে চোখ পড়ে তাঁর সোনার দোকানের শোরুমে। লক্ষ্য করেন আগ্নেয়াস্ত্র হাতে এক যুবক ভিতরে ঢুকছে আর বেরচ্ছে। দুঁদে অফিসারের নজর এড়ায়নি। সতর্ক হয়ে যান। নেন পজিশন। দোকানের বাইরে দুই দুষ্কৃতী বেরিয়ে আসতেই গুলি চালান মেঘনাদ। কোমরে গুলি লাগে এক দুষ্কৃতীর। পড়ে যায়। এর পর ৫ দুষ্কৃতী মিলে মেঘনাদকে লক্ষ্য করে লাগাতার গুলি চালাতে থাকে।

[আরও পড়ুন: আগ্নেয়াস্ত্র হাতে স্কুলে ছাত্র! মুর্শিদাবাদে তুমুল উত্তেজনা]

ল্যাম্পপোস্টের আড়াল থেকে একাই পালটা গুলির লড়াই চালাতে থাকেন ওই আইসি। ততক্ষণে দুটি মোটর বাইকে সাতজন দুষ্কৃতী পালাতে চেষ্টা করে। একদিকে অত্যাধুনিক অস্ত্র থেকে দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলি। হাতে দেখা যায় কার্বাইনও। পালটা মেঘনাদ মণ্ডলের সার্ভিস রিভলবারের টার্গেটে ডাকাতরা। তখনও রানিগঞ্জ থানার পুলিশের দেখা নেই। প্রাণের ভয় না করে, জমি না ছেড়ে শেষ পর্যন্ত ৭ দুষ্কৃতীর বিরুদ্ধে একাই লড়ে গিয়েছেন শ্রীপুর ফাঁড়ির আইসি মেঘনাদ মণ্ডল। তাঁরই গুলিতে আহত হয় এক দুষ্কৃতী। শেষ পর্যন্ত বাধার মুখে পড়ে, রক্তাক্ত হয়ে কোনওমতে দুটি বাইকে সাত দুষ্কৃতী এলাকা ছাড়ে। তখনও বাইকের পিছনে ধাওয়া করেন মেঘনাদ মণ্ডল। সেই জখম ডাকাতকেও গ্রেপ্তার করে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রানিগঞ্জের বিখ্যাত স্বর্ণবিপণিতে ডাকাতির ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল পুলিশ।
  • আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট সূত্রে খবর, এবার মেঘালয় থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
  • জানা গিয়েছে, ধৃত বিবেক চৌধুরী, বিহারের বাসিন্দা।
Advertisement