shono
Advertisement
Asansol

টোপ দিয়ে ডেকে অপহরণ! পুলিশি তৎপরতায় কয়েক ঘণ্টা পরই বাড়ি ফিরলেন আসানসোলের ব্যবসায়ী

৪ অপহরণকারীকে আটক করেছে পুলিশ।
Published By: Subhankar PatraPosted: 06:43 PM Apr 08, 2025Updated: 06:44 PM Apr 08, 2025

শেখর চন্দ্র, আসানসোল: অপহরণের খবর পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অ্যাকশন! অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করে প্রাণ বাঁচাল পুলিশ। একইসঙ্গে,  ৪ অপহরণকারীকে গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা। ধৃতদের থানায় আনার পর তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জড়ো হন স্থানীয়রা। অপহরণকারীদের গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে সালানপুর থানার কালিপাথর এলাকার এক পশু ব্যবসায়ী সামসূর আনসারিকে শেষ সীমানার গ্রাম ধানগুড়ি এলাকা থেকে অপহরণ করে দুষ্কৃতীরা। তাঁকে টোপ দিয়ে ঘটনাস্থলে ডাকে অপহরণকারীরা। সেই ফাঁদে পা দিয়ে ঘটনাস্থলে পৌঁছন সামসূর। পরিবারের দাবি, অপহরণের পর মুক্তিপণ চেয়ে অপহরণকারীরা বারবার ফোন করতে থাকে। বিষয়টি পুলিশকে জানায় পরিবার। জায়গাটি জামুলিয়া থানার অন্তর্গত হওয়ায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তদন্তে নামে পুলিশ। কয়েক ঘণ্টার মধ্যেই জামুলিয়ার কুলটির শ্মশান থেকে অপহৃত সামসূরকে উদ্ধার করা হয়। সঙ্গে চারজন অপহরণকারীকে আটক করে জামুরিয়া থানার পুলিশ। এরপরই ধৃতদের সালানপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এদিকে অপহরণকারীদের সালানপুর থানায় নিয়ে আসার পর তাদের গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।

অপহৃত ব্যবসায়ী আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানিয়ে সামসুল বলেন, "আমাকে ডেকে নিয়ে বন্দি করা হয়। মারধর করা হয়। ওদের কাছে অস্ত্রও ছিল। এখন আর কিছু বলতে পারছি না। আতঙ্কে রয়েছি। স্থানীয় একজন বলেন, "পুলিশ ভালো কাজ করেছে। ঘটনার খবর পাওয়ার পরই মোবাইল ফোন ট্র্যাক করা থেকে বিভিন্ন উপায়ে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। অপহরণকারীদেরও গ্রেপ্তার করা হয়েছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অপহরণের খবর পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অ্যাকশন!
  • অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করে প্রাণ বাঁচল পুলিশ।
  • একইসঙ্গে, অপহরণকারী ৪ জনকে গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা।
Advertisement