shono
Advertisement

Breaking News

নাবালিকা স্কুলছাত্রীকে যৌন নিগ্রহ পুরোহিতের! চাঞ্চল্য নদিয়ার তেহট্টে

অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। The post নাবালিকা স্কুলছাত্রীকে যৌন নিগ্রহ পুরোহিতের! চাঞ্চল্য নদিয়ার তেহট্টে appeared first on Sangbad Pratidin.
Posted: 11:52 AM Jun 30, 2019Updated: 11:52 AM Jun 30, 2019

পলাশ পাত্র, তেহট্ট: বান্ধবীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতনের শিকার এক নাবালিকা। ঘটনায় স্থানীয় এক পুরোহিতকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার তেহট্টে।

Advertisement

[আরও পড়ুন: তৃণমূল নেতা খুনের প্রতিবাদে ১২ ঘণ্টার বনধ, ব্যান্ডেলে বন্ধ দোকানপাট-জনশূন্য রাস্তা]

নির্যাতিতার কিশোরীর বয়স মাত্র সতেরো বছর। বাড়ি তেহট্টের নতুন পাড়ায়। পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় বোনকে সঙ্গে নিয়ে এক বান্ধবীর বাড়িতে গিয়েছিল ওই কিশোরী। সে যখন বান্ধবীর বাড়িতে পৌঁছায়, তখন ওই বাড়িতে ছিল লাল্টু হালদার নামে এক যুবক। এলাকারই একটি আশ্রমে পুজো করে লাল্টু। নির্যাতিতার কিশোরীর অভিযোগ, বান্ধবীর বাড়িতে প্রথমে তার হাত ধরে টানাটানি করতে শুরু করে অভিযুক্ত। বাধা দিতে গেলে যৌন নিগ্রহও করা হয়। এদিকে ওই কিশোরীর চিৎকার শুনে যখন স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে যান, ততক্ষণে অভিযুক্ত লাল্টু হালদার পালিয়ে গিয়েছে। ঘটনাটি জানাজানি হতেই শোরগোল পড়ে যায় তেহট্টের নতুন বাজারে।

রাতেই অভিযোগ দায়ের করা হয় তেহট্ট থানায়। অভিযোগ পাওয়ামাত্রই  সক্রিয় হয় পুলিশ। শনিবার বেশি রাতে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত লাল্টু হালদারকে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তেহট্টে যে আশ্রমে অভিযুক্ত পুজা করেন, সেই আশ্রমটি খুবই জনপ্রিয়। প্রতিদিন ওই আশ্রমে পুজো দিতে যান বহু ভক্ত। আশ্রমের পুরোহিত লাল্টু হালদারকে শ্রদ্ধার চোখে দেখতেন সকলেই। শেষপর্যন্ত লাল্টুই কিনা এমন কাণ্ড ঘটাল! হতবাক স্থানীয় বাসিন্দারা। নাবালিকা স্কুল ছাত্রীকে যৌন নিগ্রহের ঘটনায় অভিযুক্তের কঠোর শান্তির দাবি করেছেন তাঁরা।

[আরও পড়ুন: সারমেয়র মাথায় সজোরে বাঁশের আঘাত, হত্যার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার যুবক

The post নাবালিকা স্কুলছাত্রীকে যৌন নিগ্রহ পুরোহিতের! চাঞ্চল্য নদিয়ার তেহট্টে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement