shono
Advertisement

ঘুম ভাঙেনি চালকের, আড়াই ঘণ্টা দেরিতে ছাড়ল তেভাগা এক্সপ্রেস

'কুম্ভকর্ণ' চালকের কাণ্ডে খেপে আগুন যাত্রীরা৷ The post ঘুম ভাঙেনি চালকের, আড়াই ঘণ্টা দেরিতে ছাড়ল তেভাগা এক্সপ্রেস appeared first on Sangbad Pratidin.
Posted: 09:26 AM Jan 10, 2018Updated: 03:56 AM Jan 10, 2018

রাজা দাস, দক্ষিণ দিনাজপুর : কুয়াশার জেরে দূরপাল্লার ট্রেনগুলি দেরিতে চলছে প্রায় রোজই। তার উপর আবার সোমবার আদিবাসীদের অবরোধে কার্যত থমকে গিয়েছিল ট্রেন পরিষেবা। তবে মঙ্গলবার রাজ্যের সর্বত্রই অবশ্য ট্রেন চলাচল স্বাভাবিকই ছিল৷ কিন্তু, দক্ষিণ দিনাজপুর বালুরঘাট স্টেশন থেকে তেভাগা এক্সপ্রেস ছাড়ল তিন ঘণ্টা দেরিতে৷ কারণ, সময়মতো ঘুমই ভাঙল না চালকের! খেপে আগুন যাত্রীরা৷ তেতাগা এক্সপ্রেসের চালককে চাকরি থেকে বরখাস্ত করার দাবি তুলেছেন তাঁরা৷

Advertisement

[রেলের ক্যান্টিনে মদ্যপানের আসর টিকিট পরীক্ষকদের, তুলকালাম হাওড়ায়]

কাকভোরে হাড় কাঁপানো ঠাণ্ডা৷ রীতিমতো কাঁপতে কাঁপতে বালুরঘাটে স্টেশনে পৌঁছে গিয়েছিলেন যাত্রীরা৷ তখনও স্টেশনের টিকিট কাউন্টারটিও খোলেনি৷ কাউন্টার খোলার পর, টিকিট কেটে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনে উঠে পড়েন তাঁরা৷ ভোরে সাড়ে পাঁচটা ট্রেন ছাড়ার কথা৷ কিন্তু, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও, বালুরঘাট স্টেশন থেকে তেভাগা এক্সপ্রেসের ছাড়ার কোনও নামগন্ধ নেই! দীর্ঘসময় ট্রেনের কামরায় বসে থাকতে থাকতে একসময় ধৈর্য্যের ভাঙল যাত্রীদের৷ স্টেশনে নেমে হইহট্টগোল শুরু করেন তাঁরা। শেষপর্যন্ত রেলের তরফে ঘোষণা করা হয়, বিশেষ কারণে তেভাগা এক্সপ্রেস ছাড়তে দেরি হচ্ছে৷ তা বিশেষ কারণটি কী? জানা গেল, তখনও নাকি ঘুমই ভাঙেনি তেভাগা এক্সপ্রেসের চালকের৷ ‘কুম্ভকর্ণ’ চালকের ঘুম ভাঙাতে ছুটলেন রেলকর্মীরা। ঘুম থেকে উঠে যখন ট্রেন চালাতে শুরু করলেন চালক, তখন নির্ধারিত সময়ে থেকে আড়াই ঘণ্টা পেরিয়ে গিয়েছে৷ চালকের বাপ-বাপান্ত করতে শুরু করে দিয়েছেন যাত্রীরা৷ ওই চালককে চাকরি থেকে বরখাস্ত করার দাবি তুলেছেন তাঁরা৷

[জি ডি বিড়লার ছায়া এবার হৃদয়পুরে, ফের ছাত্রী নিগ্রহে অভিযুক্ত শিক্ষক]

কিন্তু, কীভাবে ঘুমিয়ে পড়লেন তেভাগা এক্সপ্রেসের চালক? বালুরঘাটের দায়িত্বপ্রাপ্ত স্টেশন ম্যানেজার চন্দন কুমার ভাটের সাফাই, সোমবার ঝাড়খণ্ড দিশম পার্টির অবরোধে কারণে প্রায় সব ট্রেনই দেরি চলেছে৷ রাত ১১ টার ট্রেন বালুরঘাটে পৌঁছেছে ভোর ৩টের সময়৷ রেলের নিয়মে, একটি ট্রেন নিয়ে ফেরার পর, চালককে ৬ ঘণ্টা ঘুমোতে দিতে হয়৷ তাই তেভাগা এক্সপ্রেসের চালক ঘুমিয়ে পড়েছিলেন৷

[মাটিতেই জ্বলছে আগুন, দামোদরের চরে জমে উঠেছে পিকনিক

The post ঘুম ভাঙেনি চালকের, আড়াই ঘণ্টা দেরিতে ছাড়ল তেভাগা এক্সপ্রেস appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement