shono
Advertisement

Agnimitra Paul: পানীয় জল সংযোগের উদ্বোধন নিয়ে অশান্তি, আসানসোলে বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা

তৃণমূলকে দায়ী করলেন অগ্নিমিত্রা, অভিযোগ অস্বীকার কাউন্সিলরের।
Posted: 02:22 PM Nov 10, 2023Updated: 03:24 PM Nov 10, 2023

শেখর চন্দ্র, আসানসোল: ইসকোর (ISCO) সিএসআর তহবিল থেকে পানীয় জলের কল সংযোগের উদ্বোধনকে ঘিরে তুমুল উত্তেজনা আসানসোলে (Asansol)। শুক্রবার দুপুরের দিকে ৯৭ নং ওয়ার্ডের নাকড়াসোতা গ্রামে ঢুকতেই গ্রামবাসীদের বাধার মুখে পড়েন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। তৃণমূলই বহিরাগতদের দিয়ে বিক্ষোভ দেখিয়ে জলের কল উদ্বোধনে বাধা দিয়েছে বলে অভিযোগ তোলেন অগ্নিমিত্রা। পালটা স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দাবি, এতদিন কাজ না হওয়ায় গ্রামবাসীরাই বিধায়ককে কাছে পেয়ে বিক্ষোভ দেখিয়েছেন, বাইরের কেউ ছিল না। এ নিয়ে শুক্রবার দুপুরে তীব্র চাঞ্চল্য ছড়াল আসানসোল পুরসভার ৯৭ নং ওয়ার্ডে।

Advertisement

আসানসোল পুরসভার ৯৭ নং ওয়ার্ডের নাকড়াসোতা গ্রাম। এখানকার বাসিন্দারা পানীয় জলের সমস্যায় জর্জরিত দীর্ঘদিন ধরে। তাঁদের দাবি মেনে ইসকোর সিএসআর (Corporate Social Responsibility) ফান্ড থেকে জল সরবরাহের জন্য কলের লাইনের উদ্বোধন করার কথা ছিল এদিন। খবর পেয়ে কলকাতা থেকে ছুটে আসেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক (BJP MLA) অগ্নিমিত্রা পল। এদিন বেলা বারোটা নাগাদ তিনি গ্রামে ঢুকতেই গ্রামবাসীদের তীব্র ক্ষোভের মুখে পড়েন। তাঁকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখানো হয়। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় তাঁর দেহরক্ষী থেকে পুলিশকে।

[আরও পড়ুন: Suvendu Adhikari: নন্দীগ্রামের শহিদ মঞ্চে ‘চোরমুক্ত’ বাংলা গড়ার ডাক শুভেন্দুর, ‘আপনিই গ্রেপ্তার হবেন’, পালটা কুণালের]

অভিযোগ, প্রথমে গ্রামে তাঁকে ঢুকতে বাধা দেন তৃণমূল কাউন্সিলর অনুপ মাজি। এমনকী হুমকির মুখে পড়ে ইসকোর আধিকারিকরা ভয়ে গ্রামে যেতে চাননি। এদিন সকাল থেকেই এলাকায় তীব্র উত্তেজনা ছিল নাকড়াসোতা গ্রামে। অগ্নিমিত্রার অভিযোগ, তৃণমূল সরকার নিজেও কাজ করবে না, কাউকে করতেও দেবে না। বহিরাগতদের এনে এই ঘটনা ঘটানো হয়েছে।

[আরও পড়ুন: বিশ্বকাপের মাঝেই বিরাটের সঙ্গে সময় কাটাতে টিম হোটেলে অনুষ্কা, স্পষ্ট অভিনেত্রীর বেবি বাম্প]

তবে বিজেপি বিধায়কের এসব অভিযোগ অস্বীকার করেছেন আসানসোল পুরসভার ৯৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল (TMC) কাউন্সিলর অনুপ মাজি। তাঁর দাবি, কাজে বাধা দিচ্ছেন অগ্নিমিত্রা। গ্রামবাসীরাই বিক্ষোভ দেখিয়েছেন, বাইরের কেউ সেখানে ছিল না। অন্যদিকে, গ্রামবাসীরা জানাচ্ছেন, পানীয় জলের দাবি দীর্ঘদিনের। গ্রামবাসীদের আবেদনে সাড়া দিয়েছে ইসকো। তারাই জল সরবরাহের জন্য সংযোগের কাজ করেছে। তাই এই কাজে কোনও রাজনৈতিক দলকেই গ্রামে ঢুকতে দেওয়া হবে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার