shono
Advertisement

আউশগ্রাম থানায় ব্যাপক ভাঙচুর, জ্বলল আগুন

আইসিকে অপসারণেরও দাবি তোলেন ক্ষুব্ধ অভিভাবকরা৷ The post আউশগ্রাম থানায় ব্যাপক ভাঙচুর, জ্বলল আগুন appeared first on Sangbad Pratidin.
Posted: 05:36 PM Jan 28, 2017Updated: 12:06 PM Jan 28, 2017

নিজস্ব সংবাদদাতা, আউশগ্রাম: আউশগ্রাম উচ্চবিদ্যালয়ে অভিভাবকরা পুলিশি লাঠিচার্জের বিরু‌দ্ধে নতুন করে গর্জে উঠলেন৷ শনিবার সকালে স্কুলে ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিভাবক ও ম্যানেজিং কমিটির একটি বৈঠক হয়৷ বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, ঘটনার বিষয়ে প্রতিকার চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি জমা দেওয়া হবে৷

Advertisement

(সঙ্গিনী ও এলাকা দখলের লড়াইয়ে শেষে প্রাণ গেল দুই বাইসনের)

সেই সঙ্গে শুক্রবার হামলাকারী পুলিশ ও বহিরাগতদের বিরু‌দ্ধে প্রশাসনের কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হবে৷ সেই সময়ে অভিভাবকদের একাংশ উত্তেজিত হয়ে স্কুলের কাছে আউশগ্রাম থানায় ভাঙচুর চালায়৷ এমনকী, থানার গেটে খড়ের ছাউনিতে আগুন ধরিয়ে দেয়৷ সেই সঙ্গে আইসিকে অপসারণেরও দাবি তোলেন ক্ষুব্ধ অভিভাবকরা৷ উল্লেখ্য, শুক্রবার স্কুলের জমিতে থানা নির্মাণ ঘিরে বিতর্কের জেরে পুলিশ পড়ুয়াদের উপর লাঠিচার্জ করেছিল৷

(মাঘেই গ্রীষ্মের পদধ্বনি, গুমোট গরমে বাড়ছে রোগ)

The post আউশগ্রাম থানায় ব্যাপক ভাঙচুর, জ্বলল আগুন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement